Academy

গ্রুপ-A

গ্রুপ-B

পাহাড়-পর্বত

মানুষ

জলবায়ু

গাছপালা

জীবভূগোল

প্রাকৃতিক ভূগোল

মানব ভূগোল

অর্থনৈতিক ভূগোল

গ্রুপ 'A'-এর উপাদানগুলো কোন পরিবেশের অন্তর্গত? ব্যাখ্যা করো। (প্রয়োগ)

dsuc.created: 4 months ago | dsuc.updated: 3 months ago
dsuc.updated: 3 months ago

গ্রুপ 'A' এর উপাদানগুলো হলো পাহাড়-পর্বত, মানুষ, জলবায়ু ও গাছপালা, যা প্রাকৃতিক পরিবেশের অন্তর্গত। প্রাকৃতিক পরিবেশ প্রকৃতির জড় ও জীব উপাদান নিয়ে গড়ে ওঠে।

প্রাকৃতিক পরিবেশের উপাদানসমূহ দুই প্রকার। যথা- জড় ও জীব উপাদান। আমাদের চারপাশে যেসব প্রাকৃতিক উপাদান রয়েছে সেগুলো হলো মাটি, পানি, বায়ু, নদী, সাগর, আলো, পশুপাখি, কীটপতঙ্গ ও অন্যান্য ক্ষুদ্র প্রাণী ইত্যাদি। এসব উপাদানের মধ্যে পাহাড়-পর্বত, মাটি, পানি, বায়ু, আলো ইত্যাদি জড় উপাদান এবং মানুষ, পশুপাখি, গাছপালা কীটপতঙ্গ ও অন্যান্য ক্ষুদ্র প্রাণী জীব উপাদান। এসব জীব ও জড় উপাদান নিয়েই ভৌত বা প্রাকৃতিক পরিবেশ গড়ে ওঠে।
*
তাই উপরের আলোচনা হতে স্পষ্টভাবে বলা যায়, গ্রুপ 'A'-এর উপাদানগুলো প্রাকৃতিক পরিবেশের অন্তর্গত।

3 months ago

ভূগোল ও পরিবেশ

Please, contribute to add content.
Content
Promotion