সোনালী চোখে দেখে হাত দিয়ে স্পর্শ করে একটি কাপড় কিনে বাসায় আনার পরও নিশ্চিত হতে পারছে না কাপড়টি লিনেন কিনা। তখন তার মা বলল, কাপড়টিকে পুড়িয়ে দেখো তাহলেই বুঝবে।
সোনালীর আনা কাপড়টিকে পুড়ালে লক্ষ করা যাবে-
i. শিখাসহ পোড়ে
ii. দ্রুত পোড়ে
iii. কাগজ পোড়া গন্ধ বের হয় না
নিচের কোনটি সঠিক?