একটি পণ্যের চলতি বছরে প্রতি এককের মূল্য ২৫ টাকা, মোট উৎপাদন ১০ টন এবং ভিত্তি বছরে প্রতি এককের মূল্য ১৫ টাকা, মোট উৎপাদন ১৫ টন।
ভিত্তি বছরের সাপেক্ষে চলতি বছরের মূল্যমান সূচক সংখ্যা কত হবে?
পরিসংখ্যান কাকে বলে: পরিসংখ্যান বলতে বোঝায় কোন তথ্য, ঘটনা, বিষয়ের সংখ্যা এবং গণনাবাচক পরিমাপকে। অন্যভাবে বলা যায়, পরিসংখ্যান হলো সংখ্যাভিত্তিক তথ্য-উপাত্ত সংগ্রহ করা, সংগঠিত করা, বিশ্লেষণ করা, সিদ্ধান্ত গ্রহণ করা এবং ব্যাখ্যা দানের বৈজ্ঞানিক পদ্ধতি হচ্ছে পরিসংখ্যান।
পরিসংখ্যান কাকে বলে: সংখাত্মক তথ্য বা সংখ্যা নিয়ে গবেষণার বিজ্ঞান কে পরিসংখ্যান বলে ।