প্রাথমিক শিক্ষা সম্পন্ন করা যুবক জসিম যোগাযোগ বিচ্ছিন্ন দ্বারুচিনি দ্বীপে বসবাস করে। সে স্থানীয় সামাজিক উন্নয়ন কমিটির পক্ষ থেকে জীব পরিসংখ্যান সম্পর্কীয় তথ্য সংগ্রহের দায়িত্ব পেল। সংগৃহীত তথ্য অনুযায়ী অশোধিত জন্মহার 47.41 (প্রতি হাজারে), মোট জন্মের সংখ্যা 547।
জসিমের জন্য তথ্য সংগ্রহের উপযুক্ত উৎস বা পদ্ধতি কোনটি?
পরিসংখ্যান কাকে বলে: পরিসংখ্যান বলতে বোঝায় কোন তথ্য, ঘটনা, বিষয়ের সংখ্যা এবং গণনাবাচক পরিমাপকে। অন্যভাবে বলা যায়, পরিসংখ্যান হলো সংখ্যাভিত্তিক তথ্য-উপাত্ত সংগ্রহ করা, সংগঠিত করা, বিশ্লেষণ করা, সিদ্ধান্ত গ্রহণ করা এবং ব্যাখ্যা দানের বৈজ্ঞানিক পদ্ধতি হচ্ছে পরিসংখ্যান।
পরিসংখ্যান কাকে বলে: সংখাত্মক তথ্য বা সংখ্যা নিয়ে গবেষণার বিজ্ঞান কে পরিসংখ্যান বলে ।