দৃশ্যপট-১ : তুতুল অতি গরমে ফ্যানের রেগুলেটার বাড়িয়ে তিন (৩) এ দিল। ফলে ফ্যানটির গতি বাড়লো। তার বোন মিতুল আরও গরম সহ্য করতে পারে না। তাই সে রেগুলেটার পাঁচ (৫) এ দিল। তখন ফ্যানের গতি আরও বাড়লো।
দৃশ্যপট-২; মেলোডি হোস্টেলে থাকে। খাবার রাখার জন্য তার একটি টিফিন ক্যারিয়ার আছে। তার বাবা ১ কেজি চিড়া আনলো। চিড়াসহ তার ক্যারিয়ারের ওজন হলো ৩ কেজি। কবিতা বললো, "শুধু তোর ক্যারিয়ারের ওজন কত কেজি?" মেলোডি উত্তরে বললো, "২ কেজি।"
মেলোডি কোন পদ্ধতিতে কার্যকারণ আবিষ্কার করলো?