জামান সাহেব ও নিয়াজ সাহেব দু'জন একটি বাগানে বেড়াতে গেলেন। সেখানে নিয়াজ সাহেব কতগুলো গাছের আম পরীক্ষা করে দেখলেন যে, সেগুলো টক। তখন সিদ্ধান্ত নিলেন, 'এই বাগানের সব গাছই টক আমের গাছ।' অপর দিকে জামান সাহেব ঐ বাগানের সবগুলো গাছ একটা করে পরীক্ষা করে তিনি সিদ্ধান্ত গ্রহণ করলেন যে, 'বাগানের সবগুলো গাছই হয় আম গাছ।'
উদ্দীপকে জামান সাহেব ও নিয়াজ সাহেবের বক্তব্যের আরোহগত পার্থক্য হলো-
i. বৈজ্ঞানিক ও অবৈজ্ঞানিক
ii. প্রকৃত ও অপ্রকৃত
iii. পূর্ণাঙ্গ ও যুক্তিসাম্যমূলক
নিচের কোনটি সঠিক?