শান্ত কিছুতেই ব্যক্ত্যর্থ এবং জাত্যর্থের ধারণা বুঝতে পারছে না। প্রান্তকে বললো, ভাইয়া, ব্য্যর্থ এবং জাত্যর্থ বিষয় দুটি আমাকে বুঝিয়ে বলবেন? প্রান্ত বললো, ব্যক্ত্যর্থ পদের পরিমাণকে নির্দেশ করে। অন্যদিকে জাত্যর্থ নির্দেশ করে গুণের। যেমন; সকল মানুষ হয় দার্শনিক। এখানে 'মানুষ' পদের ব্যক্ত্যর্থ অবশ্যই 'দার্শনিক' পদের অপেক্ষা বেশি। বিপরীতে 'মানুষ' পদের জাত্যর্থ বা গুণাবলি অবশ্যই দার্শনিক পদের চেয়ে কম।
উদ্দীপকের 'মানুষ', 'দার্শনিক'-পদ দুটির ক্ষেত্রে সঠিক কোনটি?