আশরাফুলের আগামীকাল যুক্তিবিদ্যা পরীক্ষা। আশা করছে পরীক্ষায় সে খুব ভালো করবে। প্রতীকী যুক্তিবিদ্যা তার কাছে অনেক আনন্দের বিষয় মনে হয়। মাঝে মাঝে ভাবে 'যদি মেঘ হয় তবে বৃষ্টি হবে, মেঘ হয়েছে, অতএব বৃষ্টি হবে।' এই যুক্তিকে প্রতীকীরূপে বলা যায় 'p q. p... q; এর চেয়ে সহজ বিষয় আর কী হতে পারে।'
আশরাফুলের পঠিত অংশ কোন যুক্তিবিদ্যায় প্রতীয়মান?