ইউনিয়নের নাম চর পারবর্তী। চেয়ারম্যানের নাম হারুন অর রশিদ। এ ইউনিয়নের প্রায় সব ফসলি জমিতে ধান চাষ করা হয়। এখানকার তরি-তরকারি বিক্রি হয় ঢাকাসহ সারাদেশের বাজারে। চেয়ারম্যান নিজেও মাঠে ফসল ফলান। আদর্শ এ ইউনিয়ন উন্নয়নের রোল মডেল।
চর পারবতীর মতো ইউনিয়নগুলোতে-
i. শহরের তুলনায় শিক্ষার হার কম
ii. যৌথ পরিবারের সংখ্যা অধিক
iii. মাদকাসক্ত শহরের তুলনায় বেশি
নিচের কোনটি সঠিক?