মি. আরিফ 'আরিফ সুজ' নামে একটি জুতার কারখানা চালু করেন। তিনি যতটুকু পণ্য উৎপাদন করেন তার জন্য প্রতিষ্ঠানের ব্যয় সর্বনিম্ন স্তরে নেমে আসে। এতে তিনি উৎপাদন বৃদ্ধি করে ভারতেও বিক্রয়ের ব্যবস্থা করেন।
উৎপাদনের কাম্য মাত্রা নির্ধারণের ফলে মি. আরিফ যে সকল সুবিধা পাবেন, তা হলো-
i. বিশেষায়নের সুবিধা
ii. উৎপাদনশীলতা বৃদ্ধি
iii. আন্তর্জাতিক ব্যবসায়ের সম্প্রসারণ
নিচের কোনটি সঠিক?