সাহিদা একটি বুটিক ব্যবসায় তৈরির পরিকল্পনা করেন। এক্ষেত্রে বর্তমান রুচির সাথে তাল মিলিয়ে সে নিত্য নতুন ফ্যাশনের আলোকে তার পণ্যসামগ্রীর উন্নতি ঘটায়। সে বহু পরিকল্পনার পর এবং তার বাবার সাথে পরামর্শ করে ব্যবসায়কে একমালিকানা ব্যবসায় প্রতিষ্ঠানে রূপ দেয়। সে তার ব্যবসায়কে বৃহদায়তন ব্যবসায়ে রূপান্তরিত না করে বিভিন্ন ধরনের সুবিধা পায়।
উদ্দীপকে উল্লিখিত একমালিকানা ব্যবসায় হতে সাহিদা যে সুবিধাগুলো পাবে তা হলো-
i. ঝুঁকির পরিমাণ কম
ii. স্বল্প পুঁজি
iii. সীমিত কার্যক্ষেত্র
নিচের কোনটি সঠিক?