চান মিয়া গ্রামে বাস করে। তার নিজস্ব অল্প জমি আছে। সে জমি চাষাবাদ করে। ধান, পাট, পেঁয়াজ ইত্যাদি শস্য ফলায়। শুধু তার জমিতে ফসল ফলিয়ে তার সংসার চলে না। তাই সে অন্যের জমিও চাষাবাদ করে।
সে কী কী ধরনের শস্য চাষাবাদ করে?
i. ধান, পাট
ii. পেঁয়াজ
iii. চা, তামাক
নিচের কোনটি সঠিক?