আকরাম তার প্রতিষ্ঠানের আর্থিক বিবরণী জানার জন্যে রেওয়ামিল তৈরি করেন। রেওয়ামিল তৈরি করার পর দেখা গেল যে, রেওয়ামিলের দু'পাশে গরমিল। তাৎক্ষণিকভাবে কোনো ভুলও খুঁজে পাওয়া যায় নি। পরবর্তীতে তিনি অনিশ্চিত হিসাব এবং সংশোধনী দাখিলা প্রদানের সিদ্ধান্ত নেন।
মি. আকরাম রেওয়ামিলে অনিশ্চিত হিসাব লিখবেন কেন?