নিচের অনুচ্ছেদটি পড় এবং প্রশ্নের উত্তর দাও

শোলধারা ও কাকজোড় নিয়ে বাণিয়াজুরী ইউনিয়ন। একটি নির্বাচনে কাকজোড়ের আলতাফ হোসেন নির্বাচিত হলে শোলধারার ক্ষমতাশালী ব্যক্তিরা আলতাফ হোসেনকে পরিষদে বসতে দেয় নি। বিধায় কাকজোড়বাসীর মধ্যে চরম অসন্তোষ দেখা দেয়। ফলে কাকজোড়ের সর্বস্তরের জনগণ একত্রিত হয়ে শোলধারা ক্ষমতাশালী ব্যক্তিদের পরাস্ত করে আলাদা ইউনিয়ন গঠন করে।

উদ্দীপকে আলোচিত বিষয়টি কোন ঘটনাকে নির্দেশ করে?

dsuc.created: 1 year ago | dsuc.updated: 1 year ago
dsuc.updated: 1 year ago
Promotion