শোলধারা গ্রামের কৃষকদের জীবনযাত্রা সচ্ছল ছিল না। বিভিন্ন তামাক ব্যবসায়ী লোকজন তাদের এ অসচ্ছল জীবনধারার সুযোগ নিয়ে তাদেরকে চড়া সুদে অর্থ প্রদান করে তামাক চাষে আগ্রহী করে তোলে। কৃষকদের প্রাপ্ত মূল্য উৎপাদন খরচের তুলনায় কম হওয়ায় তামাক চাষিরা তামাক ব্যবসায়ীদের রাহুগ্রাস থেকে বের হতে না পেরে প্রতিবাদী হয়ে ওঠে। তারা রহিম, করিমের নেতৃত্বে একত্রিত হয়ে তামাক ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রতিবাদ জানায়।
উক্ত ঘটনাটি যাত্রা প্রকাশিত ঐতিহাসিক বিদ্রোহটির মধ্যে ঘটেছিল—
i. নীলকর কর্তৃক চাষিদের অত্যাচার-নির্যাতন
ii. নীলকররা বাংলার জমিদার হয়
iii. নীলকররা চাষিদের দাদন গ্রহণে বাধ্য করে
নিচের কোনটি সঠিক?