একজন ঠকবাজ লোক এক বোকা লোকের সাথে বন্ধুত্ব করে একা গাভী পালনের উদ্যোগ নেয়। ঠকবাজ লোকটি বোকা লোকটিকে বলে তুমি গাভীর কোন দিকটা নিবে মাথার দিক না পেছনের দিক। বোকা লোকটি গাভীর পেছনের দিকে ময়লা দেখে মাথার দিকটা নেয়। এখন বোকা লোকটি কঠোর পরিশ্রম করে গাভীকে খাবার দেয় পক্ষান্তরে, চালাক লোকটি প্রতিদিন বালতি ভরে দুধ নিয়ে বাড়ি যায়।
উক্ত ঠকবাজ লোকটির সাথে মিল রয়েছে?