নিচের অনুচ্ছেদটি পড় এবং প্রশ্নের উত্তর দাও

একজন ঠকবাজ লোক এক বোকা লোকের সাথে বন্ধুত্ব করে একা গাভী পালনের উদ্যোগ নেয়। ঠকবাজ লোকটি বোকা লোকটিকে বলে তুমি গাভীর কোন দিকটা নিবে মাথার দিক না পেছনের দিক। বোকা লোকটি গাভীর পেছনের দিকে ময়লা দেখে মাথার দিকটা নেয়। এখন বোকা লোকটি কঠোর পরিশ্রম করে গাভীকে খাবার দেয় পক্ষান্তরে, চালাক লোকটি প্রতিদিন বালতি ভরে দুধ নিয়ে বাড়ি যায়।

উদ্দীপকের ঘটনাটির সাথে তোমার পাঠ্যবইয়ের কোন ঘটনার মিল খুঁজে পাওয়া যায়? 

dsuc.created: 1 year ago | dsuc.updated: 1 year ago
dsuc.updated: 1 year ago
Promotion