লতিফ তালুকদারের কোনো পুত্র সন্তান না থাকায় তার কনিষ্ঠ মেয়ের পুত্র ফরহাদকে পরবর্তী তালুকদারের জন্য মনোনীত করেন। যথারীতি লতিফ তালুকদারের মৃত্যুর পরে ফরহাদ অত্র এলাকার তালুকদার হয়। কিন্তু এ বিষয়টি তার বড় খালা বিউটি মেনে নিতে পারে নি। তিনি অন্য এলাকার প্রভাবশালী ব্যক্তিদের সাথে হাত মিলিয়ে ফরহাদকে পরাজিত ও নিহত করেন। ফলে অত্র এলাকাবাসী স্বাধীনতা হারায়।
উদ্দীপকের ঘটনাটি ইতিহাসের কোন ঘটনাকে নির্দেশ করে?