কণিকা বড়ুয়া ও রহিমা খাতুন একই সঙ্গে প্রাথমিক বিদ্যালয় থেকে পঞম শ্রেণি পাস করে। কণিকা বড়ুয়া মাধ্যমিক স্কুলে ভর্তি হয়। কিন্তু রহিমা খাতুনের বাবা মেয়েদের মাধ্যমিক স্কুলে পড়াকে চরম অমর্যাদা মনে করেন। তাই রহিমার লেখাপড়া বন্ধ করে দিয়ে বিয়ে দেন। রহিমা বিয়ের পরে সাত সন্তানের মা হয়ে শারীরিক, মানসিক ও আর্থিকভাবে ভেঙে পড়ে।
উদ্দীপকের রহিমার কর্মকান্ডে কোন সময়ের প্রতিচ্ছবি লক্ষ করা যায় ?