নিখিল রায় পাঁচ হাজার টাকা পণ দিয়ে বিমল রায়ের ১৩ বছর বয়সী মেয়েকে বিয়ে করেন। কয়েক বছর পরে তাদের একটি সন্তান হলো এবং গঙ্গাজল দিয়ে ধৌত করে নিয়ে আসল। নিখিল রায় ও তার সম্পত্তিতে তার স্ত্রীর কোনো অধিকার ছিল না। হঠাৎ নিখিল রায় মারা গেলে তার স্ত্রীকেও একই চিতায় পোড়ানো হয়।
নিখিল রায়ের স্ত্রীকে তার চিতায় পোড়ানোর মতো ঘটনা কোন সমাজের প্রতিচ্ছবি?