শিশিরদের বাড়ি এমন একটি জেলায় যেখানটা আমের জন্য বিখ্যাত। সে নিজেও একজন আম চাষি। পাশাপাশি ব্যবসার উদ্দেশ্যে সে আরও কয়েকটি বাগান কিনে নেয়। আম যাওয়ানোর উদ্দেশ্যে গত রমজানের ঈদের ছুটি তার বাড়িতে কাটানোর জন্য বন্ধু এমদাদকে দাওয়াত করে। এমদাদ সেখানে যেতে অস্বীকৃতি জানালে শিশির বলে যে, তুমি যদি আস তবে এখানকার এমন কিছু ঐতিহাসিক নিদর্শন তোমাকে দেখাব যা তুমি কোনোদিন দেখনি। এমদাদ তার কথায় রাজি হয়ে যায় ।
উদ্দীপকের শিশিরের সাথে নিচের কোনটির সম্পর্ক -
i. চাঁপাইনবাবগঞ্জ
ii. কান্তজির মন্দির
iii. শিবগঞ্জের সোনা মসজিদ
নিচের কোনটি সঠিক?