উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:

পার্শ্ববর্তী বৃহৎ দেশ ভারতে ১৯২০ সালে Social Service League in Bombay নামক সংগঠন প্রথম সমাজকর্মের ওপর স্বল্পমেয়াদি প্রশিক্ষণ কোর্স শুরু করেছিল। এখন সোস্যাল ওয়ার্ক স্কুলের সংখ্যা প্রায় ১৩৬টি। ভারতে এত আগে সমাজম শিক্ষার প্রসার ঘটলেও শিক্ষার পাঠ্যক্রম গড়ে ওঠে নাই। পেশাগত কোনো সংগঠনও গড়ে ওঠে নাই । ভারতে এটি এখন পর্যন্ত পেশা হিসেবেও স্বীকৃতি পায় নাই।

উদ্দীপকে উল্লিখিত দেশে সমাজকর্মকে পেশা হিসেবে স্বীকৃতি পাওয়ার জন্যে প্রয়োজন— 

i. প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি রাষ্ট্রীয় দৃষ্টিভঙ্গির পরিবর্তন আনা 

ii. নিবন্ধন ও রাষ্ট্রীয় স্বীকৃতি 

iii. পেশার জন্যে রাষ্ট্রীয় উদ্যোগ নয়, ব্যক্তির ইচ্ছা ও উদ্যোগ 

নিচের কোনটি সঠিক?

dsuc.created: 1 year ago | dsuc.updated: 1 year ago
dsuc.updated: 1 year ago
common.please_contribute_to_add_content
dsuc.content
Promotion