হেলিক্যাল গিয়ার: স্পারগিয়ারের দীতুগুলো হুইলের অক্ষের সমায়রানে না হয়ে যদি কিছু বাঁকা হয়, তবে তাকে হেলিক্যাল গীয়ার বলে। একই তলে যেকোন কৌণিক অবস্থানে অক্ষদ্বয় পরস্পরকে ছেদ করেনা এমন দুটি শ্যাফটে শক্তি পরিবহন করতে হেলিক্যাল গিয়ার ব্যবহার হয়। ডাবল হেলিক্যান গিয়ারকে হেরিংবন গিরার বলে। গিয়ারের ঘূর্ণন কালে শব্দ কমানো এবং উত্তম পরিবহনের জন্য হেলিক্যাল গিরার ব্যবহার করা হয়। রোলিং মিল, ষ্টীম টারবাইন ইত্যাদিতে হেলিক্যাল পিয়ার ব্যবহৃত হয়।
common.read_more