সদৃশ চতুর্ভুজ (১০.৬)

সপ্তম শ্রেণি (মাধ্যমিক) - গণিত সর্বসমতা ও সদৃশতা | - | NCTB BOOK
48
48

দুটি সদৃশ চতুর্ভুজের অনুরূপ কোণগুলো সমান এবং অনুরূপ বাহুগুলো সমানুপাতিক। দুটি চতুর্ভুজ সদৃশ হওয়ার শর্ত নির্ণয় করি।

কাজ
১। তিন-চার জনের দল গঠন করে নিচের কাজগুলো কর:
(ক) KLMN চতুর্ভুজটি আঁক, যার ∠ K = 45° KL = 3 সে.মি., LM = 2 সে.মি., MN = 3 সে.মি., NK = 2.5 সে.মি.।
[ইঙ্গিত: প্রথমে ∠K কোণটি আঁক এবং কোণের বাহু দুটি থেকে KL ও KN সমান দূরত্বে দুটি বিন্দু চিহ্নিত কর। অতঃপর অপর দুই বাহু আঁক।।
(খ) WXYZ চতুর্ভুজটি আঁক, যার WX = 6 সে.মি., XY = 4 সে.মি., YZ = 6 সে.মি., ZW = 5 সে.মি., ∠ w = 45°এ চতুর্ভুজটি কি অনন্য?
(গ) KLMN ও WXYZ চতুর্ভুজের অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান কি?
(ঘ) KLMN ও WXYZ চতুর্ভুজের অনুরূপ কোণগুলো পরিমাপ কর। সেগুলো কি পরস্পর সমান?
(ঘ) KLMN ও WXYZ সদৃশ কি?

লক্ষণীয় যে, দুটি সদৃশ চতুর্ভুজের
(ক) অনুরূপ কোণগুলো সমান এবং
(খ) অনুরূপ বাহুগুলো সমানুপাতিক।

দুটি চতুর্ভুজের অনুরূপ বাহুগুলো সমানুপাতিক হলে চতুর্ভুজ দুটি সদৃশ।

কাজ

১। নিচের চিত্রগুলোর সদৃশ জোড় চিহ্নিত কর। তোমার উত্তরের পক্ষে যুক্তি দাও।

উদাহরণ ১। ABC সমবাহু ত্রিভুজের AD, BE ও CF তিনটি মধ্যমা।
(ক) একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ অঙ্কন কর।
(খ) দেখাও যে, ∠A = ∠B = ∠C
(গ) প্রমাণ কর যে, AD = BE = CF

(ক)

ABC সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের AB = BC

(খ)

দেওয়া আছে, ABC সমবাহু ত্রিভুজের AB = AC = BC

প্রমাণ করতে হবে যে, ∠A = ∠B = ∠C

অঙ্কন: AD, BE ও CF তিনটি মধ্যমা অঙ্কন করি।

প্রমাণ: ABD ও ACD এ

AB = AC

BD = CD [∵ AD মধ্যমা]

AD সাধারণ বাহু

ABD = ACD

∠ABD = ∠ACD

অর্থাৎ ∠B = ∠C

অনুরুপে দেখানো যায় যে

∠A = ∠B

∴ ∠A=∠B= ∠C

গ।

বিঃনি: দেওয়া আছে, ABC সমবাহু ত্রিভুজের AD, BE ও CF তিনটি মধ্যমা। প্রমাণ করতে হবে যে, AD=BE=CF

প্রমাণ: AB = AC. ∴ ABC সমবাহু ত্রিভুজ

12 AB = 12AC

BF = CE ∵ Fও E যথাক্রমে AB ও AC এর মধ্যবিন্দু।

BEC ও BFC এ

BE = CF

BC = BC সাধারণ বাহু

এবং অন্তর্ভুক্ত ∠BCE = অন্তর্ভুক্ত ∠CBF ∵ ∠B = ∠C

BEC = BFC

. BE = CF

অনুরুপে দেখানো যায় যে, AD=BE

AD = BE = CF

(প্রমাণিত)

common.content_added_by
টপ রেটেড অ্যাপ

স্যাট অ্যাকাডেমী অ্যাপ

আমাদের অল-ইন-ওয়ান মোবাইল অ্যাপের মাধ্যমে সীমাহীন শেখার সুযোগ উপভোগ করুন।

ভিডিও
লাইভ ক্লাস
এক্সাম
ডাউনলোড করুন
Promotion