শব্দার্থ ও টীকা

সপ্তম শ্রেণি (মাধ্যমিক) - আনন্দপাঠ কোকিল | - | NCTB BOOK
35
35

চীনেম্যান - চীনদেশীয় লোক।
হ্রদ - চারদিকে ভুল দিয়ে ঘেরা জলাশয়।
অতল - যার তল নেই।
রাজধানী - দেশশাসনের কেন্দ্র, যেখানে প্রধান প্রধান সরকারি অফিস থাকে।
প্রাসাদ - ইমারত, বাড়ি।
অমাত্য - আমলা, মন্ত্রী। রাজকর্মে মন্ত্রণাদাতা ব্যক্তি।
নিম্নস্থ - নিচের।
সান্ধ্যভোজ - সন্ধ্যাকালের খাবারের আয়োজন।
সভাসদ - সভায় যোগদানকারী ব্যক্তি। দরবারের লোক। রাজ-আমলা বা মন্ত্রী।
উজির - মন্ত্রী।
নাজির - আদালতের কর্মচারী, যিনি পেয়াদাদের দেখাশোনা করেন।
পেশকার -আদালতের কর্মচারী, যিনি বিচারকের কাছে কাগজপত্র উপস্থাপন করেন।
রাজ-রাঁধুনি - উপাধি বিশেষ। রাজকীয় রান্নার কাজে নিযুক্ত প্রধান পাচক।
পার্সেল - মোড়ক বা প্যাকেট।
স্বয়ং - নিজে, আপনি।
সোনার চটি - সোনার তৈরি পাতলা স্যান্ডেল বিশেষ।
ঐশ্বর্য - সম্পদ।
মহামহিমান্বিত - অতিশয় গৌরবান্বিত।
কোকিলবাহক - কোকিল বহনকারী। যে কোকিলকে বহন করে।
বাজুবন্ধহার - একধরনের অলংকার। বাহুতে পরার অলংকার বিশেষ।
গৎ - গানের নির্ধারিত বা বাঁধা সুর।
সংগীতবিশারদ - সংগীতজ্ঞ। গান-বাজনা বা বাদ্যযন্ত্রের সুর, তাল, লয়, ধ্বনি প্রভৃতি বিষয়ে জ্ঞান রাখেন যিনি।
নির্বাসিত - নিজের দেশ থেকে বহিষ্কৃত।
উপহার - উপঢৌকন
পারিষদ - সদস্য, সভ্য, সভাসদ।
কলকজা - যন্ত্রপাতি।
নিঃসাড় - অচেতন।
নিশান - পতাকা।

common.content_added_by
টপ রেটেড অ্যাপ

স্যাট অ্যাকাডেমী অ্যাপ

আমাদের অল-ইন-ওয়ান মোবাইল অ্যাপের মাধ্যমে সীমাহীন শেখার সুযোগ উপভোগ করুন।

ভিডিও
লাইভ ক্লাস
এক্সাম
ডাউনলোড করুন
Promotion