শব্দরূপ

সপ্তম শ্রেণি (মাধ্যমিক) - বাংলা ব্যাকরণ ও নির্মিতি শব্দ ও পদ | - | NCTB BOOK
71
71

একটি শব্দকে বিভিন্ন কারকে সম্বন্ধ পদ হিসেবে এবং সম্বোধনে ব্যবহার করতে হলে বিভক্তি ও অনুসর্গ যোগ করে সংশ্লিষ্ট শব্দের যে রূপ হয়, তাকে বলা হয় শব্দরূপ। যেমন:

বালক + কে = বালককে, বালক এর বালকের।

নিচে বিশেষ্য শব্দ 'মানুষ' এবং সর্বনাম শব্দ 'আমি', 'তুমি' ও 'সে'- এর একবচনের ও বহুবচনের শব্দরূপ দেখানো হলো

(ক) বিশেষ্য শব্দের রূপ: মানুষ

মানুষ
কারকএকবচনবহুবচন
কর্তামানুষ, মানুষে (মানুষ+এ)মানুষেরা (মানুষ + এরা) মানুষগুলি-গুলো, মানুষগণ, মানুষসকল মানুষদের।
কর্মমানুষকে (মানুষকে)মানুষদিগকে, মানুষদেরকে (দিগ+কে) (দের+কে)
করণমানুষ দ্বারা, মানুষ দিয়া > দিয়ে মানুষকে দিয়েমানুষগুলো দ্বারা, মানুষগুলোকে দিয়ে
সম্প্রদানমানুষকে (মানুষ + কে)
অপাদানমানুষ হইতে, মানুষ হতে, মানুষ থেকে, মানুষের কাছ থেকেমানুষদিগ হইতে, মানুষদের কাছ থেকে; মানুষগুলোর কাছ থেকে
সম্বন্ধ পদমানুষেরমানুষদিগের, মানুষদের, মানুষগুলোর
অধিকরণমানুষেরমানুষদিগের, মানুষগণের মানুষগুলোর, মানুষদের
সম্বোধনহে মানুষ!হে মানুষগণ, মানুষসব

(খ) সর্বনাম শব্দের রূপ: আমি, তুমি, সে

আমি
কারকএকবচনবহুবচন
কর্তাআমিআমরা, আমরা-সব, আমরা-সকলে
কর্ম ও সম্প্রদানআমাকেআমাদিগকে > আমাদের, আমাদেরকে
করণআমা দ্বারা, আমার দ্বারা, আমাকে দিয়া > দিয়েআমাদিগের দ্বারা, আমাদের দ্বারা, আমাদেরকে দিয়ে
অপাদানআমা হইতে > হতে আমার কাছ থেকেআমাদিগ হইতে, আমাদিগের নিকট হইতে, আমাদের কাছ থেকে
সম্বন্ধআমার, মোর (পদ্যে)আমাদিগের > আমাদের, মোদের (পদ্যে) আমা সবাকার (পদ্যে
অধিকরণআমাতে, আমার মধ্যেআমাদিগেতে, আমাদিগের মধ্যে আমাদের মধ্যে
তুমি
কারকএকবচনবহুবচন
কর্তাতুমিতোমরা, তোমরা সব
কর্ম ও সম্প্রদানতোমাকেতোমাদিগকে, তোমাদেকে, তোমাদেরকে
করণতোমার দ্বারা, তোমাকে দিয়া > দিয়েতোমাদিগের দ্বারা, তোমাদের দ্বারা, তোমাদিগকে দিয়া, তোমাদের দিয়ে
অপাদানতোমা হইতে > হতে, তোমার নিকট হইতে, তোমার কাছ থেকেতোমাদিগ হইতে, তোমাদিগের নিকট হইতে, তোমাদের কাছ থেকে, তোমাদিগের > তোমাদের তোমা সবাকার
সম্বন্ধতোমার তব (পদ্যে)তোমাদিগের > তোমাদের, তোমা সবাকার (পদ্যে
অধিকরণতোমাদিগেতে, তোমাদিগের মধ্যে, তোমাদের মধ্যেতোমাদিগেতে, তোমাদিগের মধ্যে তোমাদের মধ্যে
সে
কারকএকবচনবহুবচন
কর্তাসেতাহারা > তারা, তারা সব
কর্ম ও সম্প্রদানতাহাকে > তাকেতাহাদিগকে > তাদেকে, তাদেরকে
করণতাহা দ্বারা, তাহার দ্বারা, তাহাকে দিয়ে, তাকে দিয়েতাহাদিগ দ্বারা, তাহাদের দ্বারা, তাদের দিয়ে
অপাদানতাহা হইতে, তাহার নিকট হইতে, তার কাছ থেকেতাহাদিগ হইতে, তাহাদিগের নিকট হইতে
সম্বন্ধতাহার, তার, তস্যতাদের কাছ থেকে, তাহাদিগের, তাহাদের > তাদের
অধিকরণতাহাতে, তাহার মধ্যে তাতে, তার মধ্যেতাহাদিগেতে, তাহাদিগের মধ্যে
common.content_added_by
টপ রেটেড অ্যাপ

স্যাট অ্যাকাডেমী অ্যাপ

আমাদের অল-ইন-ওয়ান মোবাইল অ্যাপের মাধ্যমে সীমাহীন শেখার সুযোগ উপভোগ করুন।

ভিডিও
লাইভ ক্লাস
এক্সাম
ডাউনলোড করুন
Promotion