ভাষায় মর্যাদার প্রকাশ

ষষ্ঠ শ্রেণি (মাধ্যমিক ২০২৪) - আর্কাইভ - বাংলা মর্যাদা বজায় রেখে যোগাযোগ করি | - | NCTB BOOK
181
181

তুমি যেভাবে পরিবার এবং পরিবারের বাইরের মানুষের সাথে যোগাযোগ করো, সে অনুযায়ী নিচের ছকটি পূরণ করো। পূরণ করা ছকের মিল-অমিল নিয়ে সহপাঠীর সাথে আলোচনা করো।

 

কী বলি  কাদের বলি
তুমি, তোমার, তোমাকে, তোমরা, তোমাদের  
আপনি, আপনার, আপনাকে, আপনারা, আপনাদের  
তুই, তোর, তোকে, তোরা, তোদের  
সে, তার, তাকে, তারা, তাদের  
তিনি, তাঁর, তাঁকে, তাঁরা, তাঁদের  
ও, ওর, ওকে, ওরা, ওদের 

নানা কারণে পরিবারের সবার সঙ্গে সবার কথা বলতে হয়। আত্মীয় ও প্রতিবেশীর সঙ্গেও কথা বলার দরকার হয়ে থাকে। এছাড়া সহপাঠীর সঙ্গে, শিক্ষকের সঙ্গে, বন্ধুর সঙ্গে, দোকানদারের সঙ্গে, অপরিচিত ব্যক্তির সঙ্গে নানা সময়ে কথা বলার দরকার হয়। এই যোগাযোগের ধরন এক রকমের হয় না। তা ছোটোদের সাথে এক রকম, সমবয়স্কদের সাথে এক রকম, বড়োদের সাথে এক রকম, আবার অপরিচিত লোকের সাথে আর এক রকম।

 

নিচের বাক্যগুলো দেখো। বাক্যগুলোতে কোন কোন শব্দে পরিবর্তন হয়েছে, তা চিহ্নিত করো। 

  • তুমি কেমন আছ? 
  • আপনি কেমন আছেন? 
  • তুই কেমন আছিস? 
  • সে কেমন আছে? 
  • তিনি কেমন আছেন? 
  • ও কেমন আছে?
common.content_added_by
common.content_updated_by
টপ রেটেড অ্যাপ

স্যাট অ্যাকাডেমী অ্যাপ

আমাদের অল-ইন-ওয়ান মোবাইল অ্যাপের মাধ্যমে সীমাহীন শেখার সুযোগ উপভোগ করুন।

ভিডিও
লাইভ ক্লাস
এক্সাম
ডাউনলোড করুন
Promotion