বেসিক ড্রয়িং (৩)

এসএসসি(ভোকেশনাল) - মেকানিক্যাল ড্রাফটিং উইথ ক্যাড-১ দ্বিতীয় পত্র (দশম শ্রেণি) | - | NCTB BOOK
355
355

প্রাথমিক ড্রয়িং কে সাধারনত বেসিক ড্রয়িং বলে। আমরা ড কমান্ডের সাহায্যে যে সকল জ্যামিতিক অংকন করে থাকি তা বেসিক ফরিং এর অর্ন্তভূক্ত।

common.content_added_and_updated_by

ড্র কমান্ড (৩.১)

195
195

অটোক্যাড একটি কমান্ড বা টুলস নির্ভর সফ্টওয়্যার। বিভিন্ন কমান্ড বা টুলস ব্যবহার করে অংকনের কাজ করা হয়। অংকনে ড্র কমান্ডের গুরুত্ব অনেক বেশী। নিম্নে ড কমান্ড বা টুলস এর তালিকা দেওয়া হলো-

১। শাইন (Line ) 

২। পলি লাইন (Polyline ) 

৩। পলিগন (Polyline ) 

৪। রেকট্যাংগেল (Rectangle ) 

৫। আর্ক ( Arc) 

৬। সার্কেল (Circle) 

৭। এসপিলাইন (Spline) 

৮। ইলিশ (Ellipse) 

৯। ইলিস আৰু (Ellipse Arc ) 

১০। পয়েন্ট (Point)

 

common.content_added_by

লাইন (৩.২)

195
195

লাইন (Line)

Line: Line কমান্ডের সাহায্যে লাইন বা রেখা আঁকা যায়। একবার কমান্ড কার্যকরী করে একগুচ্ছ সংযুক্ত রেখা তৈরি করা যায়। তবে প্রতিটি রেখা আলাদাভাবে মোডিফাই করা যায়। বিন্দু থেকে রেখার উৎপত্তি। তাই রেখা আঁকতে বিন্দু সিলেকশনই যথেষ্ট। একটি রেখার বিন্দু ও শেষ বিন্দু নির্বাচিত করলে রেখাটি তৈরি হবে। লাইন কমাপ্ত দুইভাবে নেয়া যায়। যেমন-

১। হোম এর রিবন থেকে, 

২। কি-বোর্ডের সাহায্যে কমান্ড বারে Line লিখে এবং এন্টার হোম রিবনের ড্র থেকে লাইন অংকন-

Command: Line

Specify first point: প্রথম পয়েন্ট নির্দিষ্ট কর।

Specify next point or [Undo]: দ্বিতীয় পয়েন্ট নির্দিষ্ট (এখানে পরিমাপ দিয়ে দুই বার এন্টার (+-) দিতে হবে)

 

নির্দিষ্ট কোণে রেখা অংকন

নির্দিষ্ট কোণে কোনো রেখা আঁকতে এট [@] ও লেফট এ্যাঙ্গেল [<] ব্যবহার করতে হয়। চিত্রের অবজেক্টটি ড্র করতে নিচের ধাপগুলো অনুসরণ কর। 

Command: L

  • Specify first point [Undo]: প্রথম পয়েন্ট নির্দিষ্ট কর।
  • Specify next point [ Undo ]: অর্থো শাটডাউন অবস্থায় @ ১৫০-৩০ লিখে এন্টার দাও

 

common.content_added_by

পলি লাইন (৩.৩)

283
283

Pilna: Pline কমান্ডের সাহায্যে দ্বিমাত্রিক পলিলাইন (Polyline) আঁকা যায়। পলিলাইন হচ্ছে অনেকগুলো লাইনের সমষ্টি। অনেকগুলো রেখা যুক্ত হয়ে একটি রেখায় পরিণত হয়। পলিলাইনকে ভেঙ্গে আবার কয়েকটি লাইন সেগমেন্টে ভাগ করা যায়।

Polyline কমান্ডের মাধ্যমে আর্ক সেগমেন্টও তৈরি করা যায়। বৃত্তচাপ ও রেখার সমন্বয়ে অবজেক্ট আঁকা যায়। আবার রেখা সরু-মোটা করা যায়। লাইন কমান্ডের মাধ্যমে অঙ্কিত রেখার গ্রন্থ বা উচ্চতা নেই। কিন্তু পলিলাইন কমান্ডের মাধ্যমে অঙ্কিত রেখার গ্রন্থ বা উচ্চতা পরিবর্তন করা যায়। একটি পলিলাইনের Width ও Thlekness বাড়িয়ে একটি দেয়াল তৈরি করা যায়। এভাবে দ্বিমাত্রিক অবজেক্টেকে ত্রিমাত্রিক অবজেক্টে রূপান্তরের ক্ষেত্রেও Pline কমান্ড ব্যবহৃত হয়।

অংকন পদ্ধতি

হোম রিবনের ড্র প্যানেল: Polylline Polyline Circle Arc কমান্ড লাইন: Pline or PL পলিলাইন আঁকতে নিচের ধাপগুলো অনুসরণ করো।

১. হোম রিবনে Draw প্যানেলে Polyline আইকনে ক্লিক করো।

২. পলি লাইনের শুরু বিন্দু নির্দিষ্ট করো।

৩. প্রথম পলিলাইন সেগমেন্টের শেষ বিন্দু নির্দিষ্ট করো অথবা [Arc/Close/ Halfwith/Length / Undo / Width ] এর যে কোনো অপশনটি কার্যকর করতে ক্যাপিটাল লেটার লিখে এন্টার দাও।

  • Arc অপশন : বৃত্তচাপ আঁকার জন্য। 
  • Close অপশন: শুরু ও শেষ বিন্দুদ্বয় ক্লোজ বা সংযুক্ত করতে।
  • Halfwidth অপশন: চলতি Width এর অর্ধেক width এর পপিলাইন অঙ্কন করতে। 
  • Length অপশন: নির্দিষ্ট দৈর্ঘ্যের পলিলাইন আকঁতে।
  • Undo অপশন: সর্বশেষ কমান্ডটি বাতিল করতে। 
  • Width অপশন: কোনো রেখার প্রশস্ততা সেট করতে

৪. কমান্ড শেষ করতে এন্টার দাও।

 

 

common.content_added_by

পলিগন (৩.৪)

210
210

পলিগন হচ্ছে সংঘবদ্ধ গলিলাইন [Closed Polylines] পলিগনের ভুজ বা ধাপসমূহ সমদৈর্ঘ্য বিশিষ্ট Polygon কমান্ডের সাহায্যে সমবাহু ত্রিভুজ, চতুর্ভুজ, পঞ্চভুজ, ষড়ভুজ ইত্যাদি সহজে আঁকা যায়। এ কমান্ডের মাধ্যমে সর্বোচ্চ ১০২৪ ৰাহু বিশিষ্ট পলিগন আঁকা সম্ভব । 

মেকানিক্যাল ড্রইং-এ প্রায়ই ষড়ভুজ (Hexagons) আকার প্রয়োজন পড়ে সেক্ষেত্রে Polygon কমান্ড ব্যবহার করা যায়। বিভিন্ন জ্যামিতিক ড্রইং-এ উক্ত কমান্ডের ব্যাপক ব্যবহার হয়।

পলিগন আকার বিভিন্ন পদ্ধতি রয়েছে

  • ব্যাসার্ধ নির্দিষ্ট করে যখন পলিগন কেন্দ্র ও যে কোনো বাহুর শেষ বিন্দুর মধ্যবর্তী দূরত্ব জানা আছে।
  • ব্যাসার্ধ নির্দিষ্ট করে যখন পলিপনের কেন্দ্র ও যে কোনো বাহুর মধ্যবিন্দুর মধ্যবর্তী দূরত্ব জানা আছে।
  • কোনো প্রাপ্ত বা বাহুর দৈর্ঘ্য নির্দিষ্ট করে।

প্রথম পদ্ধতিতে ব্যাসার্ধ নিয়ে অঙ্কিত বৃত্তের ভেতর পলিগন অবস্থান করে [Inscribed in cirele] এবং দ্বিতীয় পদ্ধতিতে ব্যাসার্ধ নিয়ে অঙ্কিত বৃত্তের বাইরে পলিগন অবস্থান করে [Circumnscribed about circle]

 

 

common.content_added_and_updated_by

রেকট্যাংগেল (৩.৫)

176
176

চতুর্ভূজের পলিলাইন তৈরি করতে Rectangle কমান্ড ব্যবহৃত হয় Rectangle বা RECTANG কমান্ড জ্যামিতিক, আর্কিটেকচারাল, মেকানিক্যাল সহ বিভিন্ন ড্রইং এ ব্যাপকভাবে ব্যবহার করা হয়। Rectangle কমান্ড প্রমোট করলে নিম্নলিখত অপশন গুলো পাওয়া যায়- 

Chamfer অপশনঃ চতুর্ভুজের চ্যাঙ্কার দুরত্ব নির্দিষ্ট করে। 

Elevation অপশনঃ চতুর্ভূজের এলিন্ডেশন নির্দিষ্ট করে । 

Fillet অপশনঃ চতুর্ভূজের ফিলেট ব্যাসার্ধ নির্দিষ্ট করে। 

Thickness অপশনঃ চতুর্ভূজের পুরুত্ব নির্দিষ্ট করে 

Width অপশনঃ চতুর্ভুজের পলিলাইন চওড়া নির্দিষ্ট করে ।

অংকন পদ্ধতি 

ব্রেকডাংগেল (Rectangle) হোম রিবনের ড্র প্যানেল: Rectangle কমান্ড লাইন: Rectangle or recy চতুর্ভুজ আঁকতে নিচের পদ্ধতি অনুসরন করো। 

১. ড্র বারে Rectangle আইকনে ক্লিক করো। 

২. চতুর্ভুজের প্রথম কৌণিক বিন্দু নির্দিষ্ট কর [অথবা চ্যাম্ফার অপশনের জন্য C / এলিভেশন অপশনের জন্য E/ফিলেট অপশনের জন্য F/ থিকনেস অপশনের জন্য T/ উইডথ অপশনের জন্য W লিখে এন্টার কর এবং প্রয়োজনীয় ডাটা দাও।

৩. দ্বিতীয় কৌণিক বিন্দু নির্দিষ্ট করা।

 

 

common.content_added_by

আর্ক (৩.৬)

250
250

আর্ক বা কৃত্তচাপ আঁকতে ARC কমান্ড ব্যবহার করা হয়। কৃত্তচাপ আঁকার প্রথম পদ্ধতি হচ্ছে তিনটি বিন্দু নিয়ে বৃত্তচাপ। তিনটি বিন্দুর (প্রথম, দ্বিতীয় ও শেষ) মাধ্যমে অঙ্কিত বৃত্তচাপ এক ওয়াইজ বা কাউন্টার ক্লক ওয়াইজ দু'টোই হতে পারে। এটি নির্ভর করে শেষ বিন্দুর অবস্থানের উপর।

১. ড্র প্যানেল থেকে arc আইকনে ক্লিক করো। 

২. শুরুর বিন্দু নির্দিষ্ট করো। 

৩. বৃত্তচাপের দ্বিতীয় বিন্দু নির্দিষ্ট কর। [বৃত্তচাপের শুরু ও শেষ বিন্দুর মধ্যবর্তী কোনো বিন্দু বেছে নাও] 

৪. শেষ বিন্দু নির্দিষ্ট করো।

 

common.content_added_by

সার্কেল (৩.৭)

131
131

অংকনের পদ্ধতি

ড্র প্যানেল: Circle কমান্ড লাইন: circle 

৩টি বিন্দু নিয়ে বৃত্ত আঁকার পদ্ধতি 

১. ড্র প্যানেলে Circle আইকনে ক্লিক করো। 

২. 3P লিখে এন্টার করো। ৩. বৃত্তের প্রথম বিন্দু নির্দিষ্ট করো। 

৪. বৃত্তের দ্বিতীয় বিন্দু নির্দিষ্ট করো। 

৫. বৃত্তের তৃতীয় বিন্দু নির্দিষ্ট করো। 

ড্র প্যানেল থেকে ৩ বিন্দু নিয়ে বৃত্ত আঁকতে হলে ভোষাকে Draw প্যানেল > Circle 3 Points অপশন নির্বাচন করতে হবে।

২টি কিছু নিয়ে বৃত্ত আঁকার পদ্ধতি

ড্র মেনু থেকে ২ বিন্দু নিয়ে বৃত্ত আঁকতে হলে ভোষাকে Draw প্যানেল Circle 2 Points

১. ড্র প্যানেলে Circle আইকনে ক্লিক করো। 

২. 2P লিখে এন্টার করো। 

৩. বৃত্তের ব্যাসের প্রথম প্রায়বিন্দু নির্দিষ্ট করো । 

৪. বৃত্তের ব্যাসের দ্বিতীয় প্রায়বিন্দু নির্দিষ্ট করো ।

কেন্দ্র ও ব্যাসার্জ/স্টাস নিয়ে কৃষ্ণ আঁকার পদ্ধতি

১. ড্র প্যানেলে Circle আইকনে ক্লিক করো। 

২. বৃত্তের কেন্দ্র বিন্দু নির্দিষ্ট করো। 

৩. বৃত্তের ব্যাসার্ধ বা ব্যাস নির্দিষ্ট করো।

ড্র প্যানেলে থেকে কেন্দ্র ও ব্যাসার্ধ/ব্যাস নিয়ে বৃত্ত আঁকতে হলে ব্যাসার্ধের ক্ষেত্রে Draw প্যানেলে > Circle Center, Radius অপশন এবং ব্যাসের ক্ষেত্রে Draw প্যানেলে Circle Center, Diameter অপশন নির্বাচন করতে হবে।

২টি স্পর্শক ও ব্যাসার্ধ নিয়ে বৃত্ত আঁকার পদ্ধতি

১. প্যানেলে Circle আইকনে ক্লিক করো। 

২. প্রথম স্পর্শক [Tangent] নির্বাচন করো। 

৩. দ্বিতীয় স্পর্শক নির্বাচন করো। ৪. বৃত্তের ব্যাসার্ধ নির্দিষ্ট করো।

ড্র প্যানেলে থেকে ২টি স্পর্শক ও ব্যাসার্ধ নিয়ে বৃত্ত আঁকতে Draw প্যানেলে Circle >Tan, Tan, Radius অপশন নির্বাচন করো।

 

common.content_added_by

SPLINE (৩.৮)

176
176

এসপিলাইন হচ্ছে একগুচ্ছ বিন্দুতে স্পর্শ করে যাওয়া একটি বক্র রেখা। মূলত এ কাষ্ঠকে বলা হয় Nurbs কাষ্ঠ। Nurbs কার্ড হচ্ছে Non-uniform rational B-Spline কার্ড। এসপিলাইন বিন্দুগুলোকে কিভাবে ফিট করবে, তা নিয়ন্ত্রণ করে। এক্ষেত্রে টলারেন্স নির্দিষ্ট করতে হয়। জিরো টলারেন্স এসপিলাইন বিন্দুগুলোকে স্পর্শ করে। আর্কিটেকচারাল ড্রইং ইন্টেরিয়র ডিজাইন-ড্রইং, এমব্রয়ডারী ডিজাইন-এ Spline ব্যবহৃত হয়।

 

common.content_added_by

ইলিপ্স (৩.৯)

178
178

উপবৃত্ত আঁকতে Ellpse কমান্ড ব্যবহৃত হয়। প্রতিটি ইলিপস-এ দু'টি অক্ষ থাকে। অক্ষ দু'টি ইলিপস-এর দৈর্ঘ্য ও গ্রন্থ নির্দেশ করে। বড় অক্ষটিকে বলা হয় মেজর এক্সিস [Major axis ] এবং ছোট অঙ্কটিকে বলা হয় মাইনর এক্সিস।

Minor axis] Elipse কমান্ডের মাধ্যমে-

  • প্রান্তবিন্দুসমূহ ও দুরুত্ব ব্যবহার করে প্রকৃষ্ণ উপবৃত্ত আঁকা যায় ।
  • আরম্ভ ও সমাপ্তি কোপ ব্যবহার করে উপবৃত্তকার বৃত্তচাপ [Elliptical are] আঁকা যায়। 
  • আইসোমেট্রিক বৃত্ত আঁকা যায়।

অংকন পদ্ধতি 

প্রীত বিন্দুর ও সুরুত্ব নিয়ে প্রকৃত উপকৃত অংকন

  • হোম > ড্র প্যানেল Elipse > Axis, End ক্লিক করো। 
  • প্রথম অক্ষের প্রথম প্রান্তবিন্দু নির্দিষ্ট করো ।
  • প্রথম অক্ষের দ্বিতীয় প্রায়বিন্দু নির্দিষ্ট করো। 
  • প্রথম অক্ষের মধ্যবিন্দু থেকে দ্বিতীয় অক্ষের প্রান্তবিন্দু পর্যন্ত পুরুত্ব নির্দিষ্ট করো।

আরম্ভ ও শেষ কোশঘর নিয়ে উপবৃত্তকার বৃত্তচাপ অংকন

  • হোষ ড্র প্যানেল Elipse >Are ক্লিক করো। 
  • প্রথম অক্ষের প্রথম প্রান্তবিন্দু নির্দিষ্ট করো। 
  • প্রথম অক্ষের দ্বিতীয় প্রান্তবিন্দু নির্দিষ্ট করো।
  • প্রথম অক্ষের মধ্যবিন্দু থেকে দ্বিতীর অক্ষের প্রান্তবিন্দু পর্যন্ত দুরুত্ব নির্দিষ্ট করো । 
  • শুরুর কোশ [Start Angle] নির্দিষ্ট করো। 
  • শেষের কোণ [End Angle] নির্দিষ্ট করো।

আইসোমেট্রিক বৃত্ত অংকন

  • Tools মেনু> Drafting Settings ক্লিক করো। 
  • Snap and Gind ট্যাবে isometric snap নির্বাচন কর। Ok দাও।
  • হোম ড্র প্যানেল > Elipse > Exis, End ক্লিক করো। 
  • Isocircle এর জন্য I লিখে এন্টার করো । 
  • বৃত্তের কেন্দ্র নির্দিষ্ট করো। 
  • বৃত্তের ব্যাসার্ধ বা ব্যাস নির্দিষ্ট করো।

 

১১.৩.১০ POINT (পয়েন্ট)

Point রুমাক্ষের সাহায্যে পয়েন্ট বা বিন্দু আঁকা যায়। বিন্দুর অবস্থান রয়েছে, দৈর্ঘ্য, প্রস্থ বা বেধ নেই। তবে এই বিন্দুও একটি অবজেক্ট। পয়েন্টকে সিলেক্ট করা যায়, সুস্ত করা যায় গু কপি করা যায়।

অংকনের পদ্ধতি

Single Point করার পদ্ধতি

১. হোম প্যানেল থেকে Point > Single Point সিলেক্ট করো।

২. কমান্ড লাইনে Point বা PO লিখে এন্টার করো। 

৩. স্ক্রীনের যেখানে বিন্দু আঁকতে চান সেখানে ক্লিক করো।

Multiple Point করার পদ্ধতি

১. ড্র প্যানেল থেকে Point আইকনে ক্লিক করো। 

২. হোম ড প্যানেল থেকে Point > Multiple Point সিলেক্ট করো 

৩. প্রয়োজন সংখ্যক বিন্দু থাক ।

৪. Esc বাটন চেপে কমান্ডের কার্যকারিতা সমাপ্ত করো।

 

 

common.content_added_by
টপ রেটেড অ্যাপ

স্যাট অ্যাকাডেমী অ্যাপ

আমাদের অল-ইন-ওয়ান মোবাইল অ্যাপের মাধ্যমে সীমাহীন শেখার সুযোগ উপভোগ করুন।

ভিডিও
লাইভ ক্লাস
এক্সাম
ডাউনলোড করুন
Promotion