বৃহৎ শিল্প

নবম-দশম শ্রেণি (মাধ্যমিক) - ব্যবসায় উদ্যোগ বাংলাদেশের শিল্প | - | NCTB BOOK
2k
2k

উৎপাদনমুখী শিল্পের ক্ষেত্রে ‘বৃহৎ শিল্প' বলতে সেসব শিল্প প্রতিষ্ঠানকে বুঝায় যেসব প্রতিষ্ঠানে জমি এবং কারখানা ভবন ব্যতিরেকে স্থায়ী সম্পদের মূল্য প্রতিস্থাপন ব্যয়সহ ৩০ কোটি টাকার অধিক কিংবা যেসব শিল্প প্রতিষ্ঠানে ২৫০ জনের অধিক শ্রমিক নিয়োজিত রয়েছে।
সেবামূলক শিল্পের ক্ষেত্রে ‘বৃহৎ শিল্প' বলতে সেসব শিল্প প্রতিষ্ঠানকে বুঝায় যেসব প্রতিষ্ঠানে জমি এবং কারখানা ভবন ব্যতিরেকে স্থায়ী সম্পদের মূল্য প্রতিস্থাপন ব্যয়সহ ১৫ কোটি টাকার অধিক কিংবা যেসব শিল্প প্রতিষ্ঠানে ১০০ জনের অধিক শ্রমিক নিয়োজিত রয়েছে। বাংলাদেশের বৃহৎ শিল্পগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো সার শিল্প, সিমেন্ট শিল্প, কাগজ শিল্প, বিদ্যুৎ উৎপাদন শিল্প, গার্মেন্ট শিল্প, ইস্পাত শিল্প, প্রকৌশল শিল্প, ঔষধ তৈরি শিল্প, পাট ও পাটজাত শিল্প ও চা শিল্প ৷

বাংলাদেশের আর্থ সামাজিক প্রেক্ষাপটে বৃহৎ শিল্পের গুরুত্ব :
বাংলদেশ কৃষি প্রধান দেশ হলেও দেশের সামগ্রিক অর্থনীতেতে শিল্পের ভূমিকা কম নয়। দেশের অর্থনীতিতে শিল্পের বিশেষ করে বৃহৎ শিল্পের অবদান দিন দিন বৃদ্ধি পাচ্ছে। সাথে সাথে বৃহৎ শিল্পের উন্নয়নে বৃদ্ধি পাচ্ছে সরকারি ও বেসরকারি পৃষ্ঠপোষকতা, আমাদের দেশের মত এত সহজলভ্য শ্রমিক বিশ্বের আর কোন দেশে নেই । তাই আমাদের দেশে সেই ধরনের বৃহৎ শিল্পের প্রয়োজন যেখানে অধিক লোকের কর্মসংস্থান হবে।

বাংলাদেশের সম্ভাবনাময় বৃহৎ শিল্প

  • খাদ্য প্রক্রিয়াজাতকরণ শিল্প
  • জনশক্তি রপ্তানি
  • জাহাজ নির্মাণ ও পরিবেশসম্মত জাহাজ ভাঙ্গা শিল্প
  • নবায়ন যোগ্য শক্তি (সোলার পাওয়ার, উইন্ড মিল) 
  • পর্যটন শিল্প
  • আইসিটি পণ্য ও আইসিটি ভিত্তিক সেবা


 

  • তৈরি পোশাক শিল্প
  • ভেষজ ঔষধ শিল্প
  • চামড়া ও চামড়াজাত পণ্য
  • হাসপাতাল ও ক্লিনিক
  • অটোমোবাইল
  • বায়ুগ্যাস প্রকল্প

 

 

মোট জাতীয় উৎপাদনে (জিডিপিতে) শিল্পখাতের অবদান (১৯৯৫-৯৬) সালকে ভিত্তি বছর ধরে

ধরন আর্থিক বছর ২০০৮-০৯ আর্থিক বছর ২০০৯-১০ আর্থিক বছর ২০১০-১১ আর্থিক বছর ২০১১-১২ আর্থিক বছর ২০১২-১৩
মাঝারি ও বৃহৎ শিল্প ৪১৭৩৫.০ ৪৪২২৯.৮ ৪৯০৬৯.৯ ৫৪২৩২.৩ ৫৯৮৩০.৬
জিডিপির শতকরা হার ১২.৭১% ১২.৬৮% ১৩.২০% ১৩.৭৫%- -
ক্ষুদ্র ও কুটির শিল্প ১৭০১৮.৯ ১৮৩৪০.৯ ১৯৪১১.৯ ২০৬৬৪.৭ ২২০৬১.৯
জিডিপির শতকরা হার ৫.১৮% ৫.২৬% ৫.২২% ৫.২৬% -

উৎস : Statistical year book of Bangladesh, BBS, August 2013

common.content_added_and_updated_by
টপ রেটেড অ্যাপ

স্যাট অ্যাকাডেমী অ্যাপ

আমাদের অল-ইন-ওয়ান মোবাইল অ্যাপের মাধ্যমে সীমাহীন শেখার সুযোগ উপভোগ করুন।

ভিডিও
লাইভ ক্লাস
এক্সাম
ডাউনলোড করুন
Promotion