বীজগণিতীয় ভগ্নাংশ (ষষ্ঠ অধ্যায়)

সপ্তম শ্রেণি (মাধ্যমিক) - গণিত - | NCTB BOOK
104
104

ভগ্নাংশ অর্থ ভাঙা অংশ। আমরা দৈনন্দিন জীবনে একটি সম্পূর্ণ জিনিসের সাথে এর অংশও ব্যবহার করি। তাই ভগ্নাংশ, গণিতের একটি অপরিহার্য বিষয়। পাটিগণিতীয় ভগ্নাংশের মতো বীজগণিতীয় ভগ্নাংশেও লঘুকরণ ও সাধারণ হরবিশিষ্টকরণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পাটিগণিতীয় ভগ্নাংশের অনেক জটিল সমস্যা বীজগণিতীয় ভগ্নাংশের মাধ্যমে সহজে সমাধান করা যায়। কাজেই শিক্ষার্থীদের বীজগণিতীয় ভগ্নাংশ সম্পর্কে সুস্পষ্ট ধারণা থাকা প্রয়োজন। এ অধ্যায়ে বীজগণিতীয় ভগ্নাংশের লঘুকরণ, সাধারণ হরবিশিষ্টকরণ এবং যোগ ও বিয়োগ উপস্থাপন করা হয়েছে।

অধ্যায় শেষে শিক্ষার্থীরা -

  • বীজগণিতীয় ভগ্নাংশ কী তা ব্যাখ্যা করতে পারবে।
  • বীজগণিতীয় ভগ্নাংশের লঘুকরণ ও সাধারণ হরবিশিষ্টকরণ করতে পারবে।
  • বীজগণিতীয় ভগ্নাংশের যোগ, বিয়োগ ও সরলীকরণ করতে পারবে।
common.content_added_by

ভগ্নাংশ (৬.১)

47
47

আবির একটি আপেল সমান দুইভাগে ভাগ করে এক ভাগ তার ভাই কবিরকে দিল। তাহলে দুই ভাইয়ের প্রত্যেকে পেল আপেলটির অর্ধেক, অর্থাৎ 12অংশ। এই 12একটি ভগ্নাংশ।

আবার ধরা যাক, টিনা একটি বৃত্তের 4 ভাগের 3 ভাগ কালো রং করল। তাহলে, তার রং করা হলো সম্পূর্ণ বৃত্তটির 34অংশ। এখানে 12, 34এগুলো পাটিগণিতীয় ভগ্নাংশ যাদের লব 1, 3

এবং হর 2, 4। যদি কোনো ভগ্নাংশের শুধু লব বা শুধু হর বা লব ও হর উভয়কে বীজগণিতীয় প্রতীক বা রাশি দ্বারা প্রকাশ করা হয়, তবে তা হবে বীজগণিতীয় ভগ্নাংশ।

যেমন, a4,5b,ab,2aa+b,a5x,xx+1,2x+1x-3, ইত্যাদি

বীজগণিতীয় ভগ্নাংশ।

common.content_added_by

সমতুল ভগ্নাংশ (৬.২)

75
75

লক্ষ করি, দুটি সমান বর্গাকার ক্ষেত্রের ১নং চিত্রে দুই ভাগের এক ভাগ, অর্থাৎ 12অংশ কালো রং করা হয়েছে এবং ২নং চিত্রে চার ভাগের দুই ভাগ, অর্থাৎ 24অংশ কালো রং করা হয়েছে। কিন্তু দেখা যায়, দুই চিত্রের মোট কালো রং করা অংশ সমান।

অতএব, আমরা লিখতে পারি, 12=1×22×2=24; আবার,12=1×32×3=36

এভাবে 12=24=36=510=.............., এগুলো পরস্পর সমতুল ভগ্নাংশ।

একইভাবে বীজগণিতীয় ভগ্নাংশের ক্ষেত্রে, ab=a×cb×c=acbc [লব ও হরকে দ্বারা গুণ করে, c 0]

ab এবং acbcপরস্পর সমতুল ভগ্নাংশ।

লক্ষণীয় যে, কোনো ভগ্নাংশের লব ও হরকে শূন্য ছাড়া একই রাশি দ্বারা গুণ বা ভাগ করলে, ভগ্নাংশের মানের কোনো পরিবর্তন হয় না।

কাজ: 25এবং axএর প্রতিটির তিনটি করে সমতুল ভগ্নাংশ লেখ।
common.content_added_by

ভগ্নাংশের লঘুকরণ (৬.৩)

61
61

কোনো ভগ্নাংশের লঘুকরণের অর্থ হলো ভগ্নাংশটিকে লঘিষ্ঠ আকারে পরিণত করা। এ জন্য লব ও হরকে এদের সাধারণ গুণনীয়ক বা উৎপাদক দ্বারা ভাগ করা হয়। কোনো ভগ্নাংশের লব ও হরের মধ্যে কোনো সাধারণ গুণনীয়ক বা উৎপাদক না থাকলে এরূপ ভগ্নাংশকে লঘিষ্ঠ আকারের ভগ্নাংশ বলা হয়।

উদাহরণ ১। 4a2bc 6ab2c কে লঘুকরণ কর।

সমাধান: 4a2bc 6ab2c = 2×2×a×a×b×c 2×3×a×b×b×c =2a 2b

ভগ্নাংশের লঘুকরণের মাধ্যমে নিচের খালি ঘরগুলো পূরণ কর (দুটি করে দেখানো হলো):

বিকল্প পদ্ধতি: 4a2bc 6ab2c =2abc × 2a2abc × 3b = 2a3b[লব ও হরের গ.সা.গু. 2abc]

912=3×32×2×3=342324=
a2bab2=x3x2=x×x×xx×x=x
3x6xy=2mn4m2=

উদাহরণ ২। 2a2+3ab4a2-9b2কে লঘিষ্ঠ আকারে পরিণত কর।

সমাধান: 2a2+3ab4a2-9b2=2a2+3ab2a2-3b2

=a2a+3b2a+3b2a-3b=a2a-3bx2-y2=x+yx-y

উদাহরণ ৩। লঘুকরণ কর:

সমাধান: x2+5x+6x2+3x+2=x2+2x+3x+6x2+x+2x+2

= x(x + 2) + 3(x + 2)x(x + 1) + 2(x + 1)=(x + 2)(x + 3)(x + 1)(x + 2)= x + 3x + 1

common.content_added_and_updated_by

সাধারণ হরবিশিষ্ট ভগ্নাংশ (৬.৪)

62
62

সাধারণ হরবিশিষ্ট ভগ্নাংশকে সমহরবিশিষ্ট ভগ্নাংশও বলে। এক্ষেত্রে প্রদত্ত ভগ্নাংশগুলোর হর সমান করতে হয়। a2b m3nভগ্নাংশ দুটি বিবেচনা করি। ভগ্নাংশ দুইটির হর 26 এবং 3n এর ল.সা.গু. 6bn.

অতএব, দুটি ভগ্নাংশেরই হর 6bn করতে হবে।

এখানে, a2b=a×3n2b×3n6bn÷2b=3n

=3an6bn

এবং m3n=m×2b 3n×2b 6bn÷3n = 2b

=2bm6bn.

∴ সাধারণ হরবিশিষ্ট ভগ্নাংশ দুটি 3an 6bn ,2bm6bn 

সাধারণ হরবিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করার নিয়ম

  • ভগ্নাংশগুলোর হরের ল.সা.গু. বের করতে হয়।
  • ল.সা.গু. কে প্রত্যেক ভগ্নাংশের হর দ্বারা ভাগ করে ভাগফল বের করতে হয়।
  • প্রাপ্ত ভাগফল দ্বারা সংশ্লিষ্ট ভগ্নাংশের লব ও হরকে গুণ করতে হয়।

উদাহরণ ৪। সাধারণ হরবিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ কর: a4x,b2x2

সমাধান: হর 4x এবং 2x2 এর ল.সা.গু. 4x2

a4x=a×x4x×x 4x2÷4x=x

=ax4x2

এবং b2x2=b×22x2×2 4x2+2x2 = 2

=2b4x2

∴ সাধারণ হরবিশিষ্ট ভগ্নাংশ দুইটি ax4x2,2b4x2

উদাহরণ ৫। সাধারণ হরবিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর কর:

2a2-4,5a2+3a-10

সমাধান:

১ম ভগ্নাংশের হর =a2-4=(a+2)(a-2)

২য় ভগ্নাংশের হর =a2+3a-10=a2-2a+5a-10

= a(a - 2) + 5(a - 2) = (a - 2)(a + 5) 

হর দুইটির ল.সা.গু. (a + 2)(a - 2)(a + 5)

এবার ভগ্নাংশগুলোকে সমহরবিশিষ্ট করি।

2a2-4 =2(a+2)(a-2) =2x(a+5) (a+2)(a-2)×(a+5)  [লব ও হরকে (a + 5) দ্বারা গুণ করে]

এবং 5a2+3a-10=5(a-2)(a+5)=5×(a+2)(a-2)(a+5)×(a+2) [লব ও হরকে (a + 2) দ্বারা গুণ করে]

=5(a+2)(a2-4)(a+5)

∴ নির্ণেয় ভগ্নাংশ দুটি 2(a+5)(a2-4)(a+5),5(a+2)(a2-4)(a+5)

উদাহরণ ৬। সাধারণ হরবিশিষ্ট ভগ্নাংশে পরিণত কর।

1x2+3x,2x2+5x+6,3x2-x-12

সমাধান: ১ম ভগ্নাংশের হর =x2+3x=x(x+3)

২য় ভগ্নাংশের হর = x2+5x+6=x2+2x+3x+6

= x(x + 2) + 3(x + 2) = (x + 2)(x + 3)

৩য় ভগ্নাংশের হর = x2-x-12=x2+3x-4x-12

= x(x + 3) - 4(x + 3) = (x + 3)(x - 4)

হর তিনটির ল.সা.গু. x(x + 2)(x + 3)(x - 4)

এবার ভগ্নাংশগুলোকে সমহরবিশিষ্ট করি-

∴ ১ম ভগ্নাংশ =1x2+3x=1x(x+2)(x-4)x(x+3)×x(x+2)(x-4)=(x+2)(x-4)x(x+2)(x+3)(x-4)

২য় ভগ্নাংশ = 2x2+5x+6=2(x+2)(x+3)=2×x(x-4)(x+2)(x+3)×x(x-4)

= 2x(x - 4)x(x + 2)(x + 3)(x - 4) 

৩য় ভগ্নাংশ =3x2-x-12=3(x+3)(x-4)=3×x(x+2)(x+3)(x-4)×x(x+2)

= 3x(x + 2)x(x + 2)(x + 3)(x - 4)

∴ নির্ণেয় ভগ্নাংশ তিনটি যথাক্রমে

(x + 2)(x - 4)x(x + 2)(x + 3)(x - 4), 2x(x - 4)x(x + 2)(x + 3)(x - 4), 3x(x + 2)x(x + 2)(x + 3)(x - 4) 

কাজ:

১। রাশি তিনটির ল.সা.গু. নির্ণয় কর: a2+3a,a2+5a+6,a2-a-12

২। সাধারণ হরবিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ কর: a2x,b4y

common.content_added_by

অনুশীলনী (৬.১)

39
39

লঘিষ্ঠ আকারে প্রকাশ কর (১-১০)।

১। a2b a3c  ২। a2bc ab2c ৩। x3y3z3x2y2z2 ৪। x2+x xy + y  ৫। 4a2b 6a3b ৬। 2a-4ab 1-4b2

৭। 2a+3b 4a2-9b2 ৮। a2+4a+4 a2-4 ৯। x2-y2(x + y)2 ১০। x2+2x-15 x2+9x+20 

সাধারণ হরবিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ কর (১১-২০)।

১১। abc,aac ১২। xpq,ypr১৩। 2x 3m ,3y2n ১৪। aa-b ,ba+b

১৫। x2a2-2ab,y2a+2b১৬। 3a2-4,2aa+2১৭। aa2-9,ba+3

১৮। aa+b ,ba-b,ca-c ১৯। aa-b ,ba+b,caa+b

২০। 2x2-x-2 ,3x2+x-6

common.content_added_by

বীজগণিতীয় ভগ্নাংশের যোগ, বিয়োগ ও সরলীকরণ (৬.৫)

79
79

লক্ষ করি:

লক্ষ করি, উপরের ঘরের মধ্যে লেখা ভগ্নাংশগুলোকে যোগ ও বিয়োগের ক্ষেত্রে সাধারণ হরবিশিষ্ট করা হয়েছে।

বীজগণিতীয় ভগ্নাংশের যোগ ও বিয়োগের নিয়ম

  • ভগ্নাংশগুলোকে লঘিষ্ঠ সাধারণ হরবিশিষ্ট করতে হয়।
  • যোগফলের হর লঘিষ্ঠ সাধারণ হর এবং লব রূপান্তরিত ভগ্নাংশগুলোর লবের যোগফল।
  • বিয়োগফলের হর লঘিষ্ঠ সাধারণ হর এবং লব রূপান্তরিত ভগ্নাংশগুলোর লবের বিয়োগফল।
বীজগণিতীয় ভগ্নাংশের যোগ

উদাহরণ ৭। যোগ কর: xaএবং ya

সমাধান: xa+ya=x+ya

উদাহরণ ৮। যোগফল নির্ণয় কর: 3a2x+b2y

3a2x+b2y=3a×y2x×y+ b×x2y×x= 3ay + bx2xy [2x, 2y এর ল.সা.গু. 2.xy নিয়ে]

বীজগণিতীয় ভগ্নাংশের বিয়োগ

উদাহরণ ৯। বিয়োগ কর: axথেকে bx

সমাধান: ax-bx=a-b x

উদাহরণ ১০।

2a 3x থেকে b3yবিয়োগ কর। (3x ও 3y এর ল.সা.গু 3xy)

সমাধান: 2a3x-b3y=2a×y 3xy -b×x 3xy =2ay-bx 3xy

উদাহরণ ১১। বিয়োগফল নির্ণয় কর: 1a+2-1a2-4 (3x ও 3y এর ল.সা.গু 3xy)

সমাধান: 1a+2-1a2-4=1a+2-1a+2a-2=1× (a-2) (a+2)×(a-2) -1a+2a-2

=(a-2)-1 (a+2)(a-2)=a-2-1 (a+2)(a-2)=a-3 a2-4

কাজ: নিচের ছকটি পূরণ কর।
15+35=45-25=
3m + 2n = 5ab-1a=
2x+52x=7xyz-2zxy=
3m+2m2=5p2-23p

বীজগণিতীয় ভগ্নাংশের সরলীকরণ

প্রক্রিয়া চিহ্ন দ্বারা সংযুক্ত দুই বা ততোধিক বীজগণিতীয় ভগ্নাংশকে একটি ভগ্নাংশে বা রাশিতে পরিণত করাই হলো ভগ্নাংশের সরলীকরণ। এতে প্রাপ্ত ভগ্নাংশটিকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করা হয়।

উদাহরণ ১২। সরল কর:

aa+b+ba-b

সমাধান:

aa+b+ba-b = a×(ab)+b×(a+b) (a+b)(a-b) =a2-ab+ab+b2(a+b)(a-b) 

=a2+b2a2-b2

উদাহরণ ১৩। সরল কর: x+y xy -y+z yz 

সমাধান:

x+y xy -y+z yz =z×(x+y)-x×(y + z) xyz =zx + zy-xy-xz xyz 

=yz-xy xyz =y(z-x) xyz =z-xxz

উদাহরণ ১৪। সরল কর: x-yxy+y-zyz -z-xzx 

সমাধান:

x-yxy +y-zyz-z-xzx=(x-y)×z+(y-z)×x-(z-x) × y xyz

=zx - yz + xy - zx - yz + xyxyz =2xy-2yzxyz =2y(x-z)xyz =2(x-z) xyz

common.content_added_by

অনুশীলনী (৬.২)

38
38

১। 2 3a  35ab এর সমহরবিশিষ্ট ভগ্নাংশ নিচের কোনটি?

(ক) 10b 15ab,915ab (খ)6 15ab , b15ab (গ) 215a2b, 315a2b(ঘ) 10a 15a2b,9a 15a2b

২। xyz  yzxএর সাধারণ হরবিশিষ্ট ভগ্নাংশ নিচের কোনটি?

(ক) zx2xyz2,y2z xyz2 (খ) x2xyz2,y2 xyz2(গ) xxyz,y xyz(ঘ) x2xyz,y2 xyz

৩। 1a + b+1a - b এর মান কত?

(ক) 2a2-b2 (খ) 1a2-b2

(গ) 2aa2-b2 (ঘ) aba2-b2

৪। x2 + 1 = 3 এর সমাধান নিচের কোনটি?

(ক) 1 (খ) 4

(গ) 6 (ঘ) 8

৫। abএর সমতুল ভগ্নাংশ নিচের কোনটি?

(ক) a2bc (খ) acb

(গ) a3b2 (ঘ) acbc

৬। 4a2b-9b34a2b+6ab2 এর লঘিষ্ঠ রূপ নিচের কোনটি?

(ক) 2a + 3b2ab (খ) 2a - 3b2ab

(গ) 2a - 3b2a (ঘ) 2a + 3b2a

৭। ax+bx-cxএর মান কত?

(ক) a + b + cx (খ) a + b - cx

(গ) a - b - cx (ঘ) a - b + cx

নিচের তথ্যের আলোকে ৮ ও ৯ নং প্রশ্নের উত্তর দাও:

x2+4x+4x2-4

৮। হরের উৎপাদকে বিশ্লেষিত রূপ কোনটি?
(ক) (x + 2)(x - 2) (খ) (2 + x) (2 - x)

(গ) (x - 2)(x - 2) (ঘ) (x + 1)(x - 4)

৯। ভগ্নাংশটির লঘিষ্ট আকার কোনটি?

(ক) x + 2x - 2(খ) x - 2x + 2

(গ) x + 2x2 + 2 (ঘ) x + 2x2 + 4

যোগফল নির্ণয় কর (১০-১৫)

১০। 3a 5+2b 5 ১১। 15x +25x  ১২। x2a +y3b ১৩। 2a x+1 +2a x-1  ১৪। aa+2 +2a-2

১৫। 3x2-4x-5 +4x+1 

বিয়োগফল নির্ণয় কর (১৬-২১)

১৬। 2a7-4b7 ১৭। 2x5a -4y5a  ১৮। a8x -b4y ১৯। 3x+3 -2x+2 ২০। p+q pq-q+r qr ২১। 2x x2-4y2-xxy +2y2

সরল কর: (২২-২৭)

২২। 5a2-6a+5 +1a-1  ২৩। 1x+2 -1x2-4 ২৪। a3+a6-3a8

২৫। ab-3a2b +2a3b২৬। xyz-yzx+zxy ২৭। x-yxy+y-zyz+z-xzx

২৮। তিনটি বীজগণিতীয় ভগ্নাংশ: xx+y ,xx-4y ,yx2-3xy-4y2 

ক. ৩য় ভগ্নাংশের হরকে উৎপাদকে বিশ্লেষণ কর।
খ. ১ম ও ২য় ভগ্নাংশকে সমহরবিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ কর।
গ. ভগ্নাংশ তিনটির যোগফল নির্ণয় কর।

২৯। A=1x2+3x,B=2x2+5x+6এবং C=3x2-x-12 তিনটি বীজগাণিতিক রাশি।

ক) B ভগ্নাংশটির হরকে উৎপাদকে বিশ্লেষণ কর।
খ) A, B ও C কে সমহরবিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ কর।
গ) A + B - C এর সরলীকরণ কর।

৩০। তিনটি বীজগাণিতীয় ভগ্নাংশ:

1a2+3a,1a2+5a+6,1a2-a-12

(ক) ৩য় ভগ্নাংশের হরকে উৎপাদকে বিশ্লেষণ কর।
(খ) ১ম ও ২য় ভগ্নাংশকে সমহরবিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর কর।
(গ) ১ম, ২য় ও ৩য় ভগ্নাংশের যোগফল নির্ণয় কর।

common.content_added_by
টপ রেটেড অ্যাপ

স্যাট অ্যাকাডেমী অ্যাপ

আমাদের অল-ইন-ওয়ান মোবাইল অ্যাপের মাধ্যমে সীমাহীন শেখার সুযোগ উপভোগ করুন।

ভিডিও
লাইভ ক্লাস
এক্সাম
ডাউনলোড করুন
Promotion