শিক্ষক ও সহপাঠীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করে সমবেত প্রার্থনা করো। অঞ্জলির এই অংশে তোমাদের দলগতভাবে কাজ করতে হবে। শিক্ষক তোমাদের কয়েকটি দলে ভাগ করে দিবেন এবং আলোচনার জন্য বসার ব্যবস্থা করবেন। তোমরা দলে কী কী কাজ করবে শিক্ষক তা স্পষ্টভাবে বুঝিয়ে দিবেন। শিক্ষকের নির্দেশনা তোমরা ভালোভাবে জেনে নিবে। তোমরা তোমাদের দলের একজন দলনেতা নির্বাচন করবে। সে তোমাদের দলের কাজগুলো শ্রেণিতে উপস্থাপন করবে। তুমিও দলনেতা হতে পারো, তাই নিজেকে প্রস্তুত রাখবে। ভালো কাজের জন্য তুমিও প্রশংসিত হতে পারো।
প্রশ্ন তৈরি করো
নিশ্চয়ই মনে আছে পূর্বের সেশনে তোমরা তোমাদের সংগৃহীত সংবাদের বিবরণ থেকে শিক্ষকের দেখানো সংবাদের সঙ্গে মিল রেখে কিছু সংবাদ বাছাই করেছ। তোমাদের সংবাদগুলোর পেছনের বিষয়গুলো নিয়ে তোমরা দলে আলোচনা করবে এবং অনুসন্ধানমূলক কয়েকটি প্রশ্ন তৈরি করবে।
উত্তর খুঁজে বের করো
বাছাইকৃত সংবাদের উপর তোমরা নিশ্চয় ইতোমধ্যে বেশ কিছু প্রশ্ন তৈরি করেছ। এবার তোমাদের তৈরি সেই প্রশ্নগুলোর সম্ভাব্য উত্তর কী হতে পারে তা দলের মধ্যে আলোচনা করে খুঁজে বের করো।
প্রশ্নোত্তর উপস্থাপন
প্রিয় শিক্ষার্থী, এবার একটি পোস্টার পেপারে তোমাদের দলগত প্রশ্ন ও উত্তরগুলো "আমাদের প্রশ্ন, আমাদের উত্তর" নামে একটি টেবিলের দুটো কলামে ভাগ করে লেখো। নিচের নমুনা ছকটি তোমাদের সহায়তা করতে পারে।
ক্রমিক নং | আমাদের প্রশ্ন | আমাদের উত্তর |
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
প্রশ্নোত্তর উপস্থাপনের সময় কী কী বলতে বা করতে হবে তোমরা তা শিক্ষকের নিকট থেকে ঠিকভাবে জেনে নেবে। মনে রাখবে, নির্দিষ্ট সময়ের মধ্যে কিন্তু তোমাদের উপস্থাপনা শেষ করতে হবে। তাই স্পষ্ট ভাষায়, অল্প সময়ে, ঠিক তথ্য উপস্থাপন করার চেষ্টা করবে। দলগত উপস্থাপনার ক্ষেত্রে সহপাঠী বা বন্ধুদের সঙ্গে মিলেমিশে উপস্থাপন করবে। খেয়াল রাখবে, সবাই যেন তোমার কথা স্পষ্টভাবে বুঝতে পারে।
শিক্ষককে ধন্যবাদ জানিয়ে বিদায় সম্ভাষণ জানাও।
common.read_more