পিন ও কটার জোড়ের বর্ণনা

এসএসসি(ভোকেশনাল) - মেকানিক্যাল ড্রাফটিং উইথ ক্যাড-১ দ্বিতীয় পত্র (দশম শ্রেণি) | - | NCTB BOOK
182
182

কটার ও পিন (Cotter and Pin )

কটার এক প্রকার চ্যাপ্টা (Flat) কোণাকৃতি ধাতু (wedge shaped piece)। একে আড়াআি কর্তন করলে আয়তকার সেকশন দেখা যাবে। সকল স্থানে এর পুরুত্ব সমান কিছু পুরো দৈর্ঘ্যের বরাবর চওয়া দিকে চ্যাপার করা। ট্যাপারের পরিমাণ সাধারণত ১:৪৮ থেকে ১:৩৬ পর্যন্ত হয়ে থাকে। কটারের প্রায় জ্ঞান কিছুটা গোলাকৃতি। কটার সব সময় রত বা বাক্সের অক্ষের সাথে সমকোণ ঢোকানো হয়। কটারের পুরুত্ব শ্যাফট ডায়ামিটারের ২৫% এবং চওড়া পুরুত্বের ৫ গুণ হয়ে থাকে।

অনুশীলন-১: একটি হেক্সাগোনাল নাট এবং ৩২.৩২ মিনি ব্যাস এবং ১২২.৫ মিমি. লম্বা একটি হেক্সাগোনাল হেডেড বোল্টের প্লান, এলিভেশন এবং সাইড ভিউ অংকন।

 

common.content_added_by
টপ রেটেড অ্যাপ

স্যাট অ্যাকাডেমী অ্যাপ

আমাদের অল-ইন-ওয়ান মোবাইল অ্যাপের মাধ্যমে সীমাহীন শেখার সুযোগ উপভোগ করুন।

ভিডিও
লাইভ ক্লাস
এক্সাম
ডাউনলোড করুন
Promotion