নমুনা প্রশ্ন

সপ্তম শ্রেণি (মাধ্যমিক) - সপ্তবর্ণা কবিতা | - | NCTB BOOK
45
45

বহুনির্বাচনি প্রশ্ন

১. রাতের পথে পাড়ি দিতে শিশু কিশোররা কীসের আলো জ্বেলে নেয়?
ক. চাঁদের
খ. তারার
গ. প্রদীপের
ঘ. জোনাকির

২. 'আর এক মেলা জগৎ জুড়ে' বলতে কী বোঝানো হয়েছে?
i মিলনের মেলা
ii. একতার মেলা
iii. রঙের মেলা
নিচের কোনটি সঠিক?
ক. i
খ. ii
গ. i ও ii
ঘ. i, ii ও iii

৩. সুন্দর সকাল। ফুলের সুবাস। রঙবেরঙের প্রজাপতি নবনীকে মুগ্ধ করে। - উদ্দীপকে 'মেলা' কবিতার যে দিকটি প্রতিফলিত হয়েছে-
ক. প্রকৃতির জগৎ
খ. আরেকটা মেলা
গ. আশার আলো
ঘ. অন্তরের ভালোবাসা

৪. কিশোর মোরা ঊষার আলো আমরা হাওয়া দুরন্ত
মনটি চির বাঁধন হারা পাখির মত উড়ন্ত-
এখানে কিশোরদের 'ঊষার আলোর' সঙ্গে তুলনা করার দিকটি মেলা কবিতার সাথে সাদৃশ্যপূর্ণ,
কারণ শিশু-কিশোরদের-
ক. পাখির গানের সুর আছে
খ. অন্যরকম জগৎ রয়েছে
গ. মনের ভাষা এক ও অভিন্ন
ঘ. আশা ছড়াবার প্রাণশক্তি আছে

সৃজনশীল প্রশ্ন

১। হেমন্তের এক পড়ন্ত বিকেলে এক বাউল নদীর পাড় দিয়ে হেঁটে বাড়ি ফিরছেন। এক পাশে নদী। নদীতে ভেসে চলেছে রং-বেরঙের পালতোলা নৌকা। ঝাঁকে ঝাঁকে নানা রকমের পাখি উড়ছে। কোনোটি সাদা, কোনোটি কালো। আর এক পাশে ধানখেত। যতদূর চোখ যায় সবুজ আর সবুজ। এমন মোহনীয় পরিবেশে বাউল তাঁর একতারায় সুর তোলে-

নানান বরণ গাভীরে ভাই একই বরণ দুধ,

জগত ভরমিয়া দেখলাম একই মায়ের পুত।

ক. নীল আকাশে রং কুড়িয়ে বেড়ায় কারা?
খ. 'গড়বে নতুন একটি বাগান'- কথাটির তাৎপর্য ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকের বর্ণনায় 'মেলা' কবিতার যে বিষয়বস্তুর মিল পাওয়া যায় তার বর্ণনা দাও।
ঘ. 'বাউলের এই গানের মর্মকথাই তো মেলা কবিতার মূলভাব'। যুক্তি দিয়ে বুঝিয়ে দাও।

common.content_added_by
টপ রেটেড অ্যাপ

স্যাট অ্যাকাডেমী অ্যাপ

আমাদের অল-ইন-ওয়ান মোবাইল অ্যাপের মাধ্যমে সীমাহীন শেখার সুযোগ উপভোগ করুন।

ভিডিও
লাইভ ক্লাস
এক্সাম
ডাউনলোড করুন
Promotion