১. 'আমার বাড়ি' কবিতায় কবি বন্ধুকে কোন ধানের চিঁড়া খেতে দিবেন?
ক. শালি
খ. আমন
গ. বোরো
ঘ. বিন্নি
২. 'থামিও তব রথ' দ্বারা কী বোঝানো হয়েছে?
ক. যাত্রাবিরতি
খ. রথ দেখা
গ. গন্তব্যে পৌঁছানো
ঘ. রথ চালনা
কবিতাংশটি পড়ে ৩ ও ৪ নম্বর প্রশ্নের উত্তর দাও:
আয় ছেলেরা আয় মেয়েরা
ফুল তুলিতে যাই -
ফুলের মালা গলায় দিয়ে
মামার বাড়ি যাই
ঝড়ের দিনে মামার দেশে
আম কুড়োতে সুখ,
পাকা জামের শাখায় উঠি
রঙিন করি মুখ।
৩. উদ্ধৃতির প্রথম স্তবকের সাথে নিচের কোন চরণের মিল লক্ষ করা যায়-
i. আমার বাড়ি যাইও ভোমর/ বসতে দেব পিঁড়ে।
ii. গাছের শাখা দুলিয়ে বাতাস / করব সারা রাতি।
iii. তারা ফুলের মালা গাঁথি / জড়িয়ে দেব বুকে।
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. iও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
8. উদ্ধৃতির দ্বিতীয় স্তবকের সাথে 'আমার বাড়ি' কবিতার মিল কোথায়?
ক. প্রকৃতিতে
খ. নিমন্ত্রণে
গ. খাদ্য-বর্ণনায়
ঘ. বন্ধুত্বে
১. তুমি যাবে ভাই- যাবে মোর সাথে, আমাদের ছোট গাঁয়,
গাছের ছায়ায় লতায় পাতায় উদাসী বনের বায়,
মায়া মমতায় জড়াজড়ি করি
মোর গেহখানি রহিয়াছে ভরি
মায়ের বুকেতে, বোনের আদরে, ভায়ের স্নেহের ছায়।
ক. 'আমার বাড়ি' কবিতায় কাজলা দিঘির কাজল জলে কী হাসে?
খ. 'আমার বাড়ি' কবিতায় কবি বন্ধুকে আমন্ত্রণ জানিয়েছেন কেন?
গ. উদ্দীপকের প্রথম চরণের সাথে 'আমার বাড়ি' কবিতার কোন অংশের মিল আছে?-ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপক ও 'আমার বাড়ি' কবিতার ভাবার্থ কি এক?-বিশ্লেষণ কর।
common.read_more