জবশীট

এসএসসি(ভোকেশনাল) - মেকানিক্যাল ড্রাফটিং উইথ ক্যাড-২ প্রথম পত্র (নবম শ্রেণি) | - | NCTB BOOK
156
156
common.please_contribute_to_add_content_into জবশীট.
common.content

CAM প্রোগ্রাম ইন্সটল করার দক্ষতা অর্জন করা (জব নং ১)

193
193

পারদর্শিতার মানদন্ডঃ

১. স্বাস্থ্যবিধি মেনে ব্যক্তিগত নিরাপত্তা (পিপিই) পরিধান করা;

২. প্রয়োজন অনুযায়ী কাজের স্থান প্রস্তুত করা;

৩. কাজের প্রয়োজন অনুযায়ী সফটওয়্যার নির্বাচন ও সংগ্রহ করা;

৪. মাষ্টার ক্যাম বা সলিডওয়ার্ক সফটওয়্যার নির্বাচন করি।

৫. কাজ করার নিমিত্ত কম্পিউটার অন করা;

৬. কাজ শেষে কম্পিউটার অফ করা;

৭. কাজ শেষে ল্যাব এর নিয়ম অনুযায়ী কাজের স্থান পরিষ্কার করা;

৮. অব্যবহৃত মালামাল নির্ধারিত স্থানে সংরক্ষণ করা;

৯. কাজ শেষে চেক লিষ্ট অনুযায়ী মালামাল জমাদান করা;

 

ব্যক্তিগত নিরাপত্তা সরঞ্জাম (PPE):

 

প্রয়োজনীয় যন্ত্রপাতি (Required Instruments) :

প্রয়োজনীয় মালামাল (Required Materials) :

কাজের ধাপ (Working Procedure ) :

  • প্রয়োজনীয় পিপিই নির্বাচন করে সংগ্রহ করব এবং পরিধান করবো। 
  • সঠিক নিয়মে কম্পিউটার অন করবো। 
  • মাষ্টার ক্যাম সফটওয়্যার ওপেন করবো।
  • প্রয়োজন অনুযায়ী ইউজার ইন্টারফেসগুলি ঠিক করবো। 
  • চিত্র/ডায়াগ্রাম অনুযায়ী নিমের চিত্রগুলোতে চিত্র ১ অনুযায়ী OK বাটনে ক্লিক করবো। 
  • চিত্র ২ অনুযায়ী আবার Next বাটনে ক্লিক করবো। 
  • চিত্র ৩ অনুযায়ী আবার Next > Next > Next বাটনে ক্লিক করবো।
  • চিত্র ৪ অনুযায়ী আবার Next বাটনে ক্লিক করবো। 
  • চিত্র ৫ অনুযায়ী আবার Install বাটনে ক্লিক করবো। 
  • চিত্ৰ ৬ অনুযায়ী ফিনিশ বাটনে ক্লিক করবো 
  • এবার মাষ্টার ক্যাম Install শেষ হবে। 
  • কাজ শেষে কম্পিউটার শাটডাউন করবো। 
  • কাজ শেষে সংগৃহীত মালামাল নির্ধারিত স্থানে জমা দিবো।

ক্রেক কনফিগার করা

১। ক্ৰেক ফাইলকে কপি করতে হবে। 

২। ডেক্সটপে সাষ্টারক্যাম আইকনে ক্লিক করে রাইট ক্লিক করতে হবে। 

৩। ওপেন ফাইল লোকেশন 

৪। পেষ্ট ক্রেক ফাইল । 

৫। কনটিনিউতে ক্লিক করতে হবে।

 

সতর্কতা (Precausion):

  • কাজের সময় মাক্স ব্যবহার করব। 
  • কাজের সময় সঠিক নিয়মে বসব।
  • কাজের সময় কম্পিউটার থেকে সঠিক দূরত্ব বজায় রেখে বসব। 
  • এন্টি স্টাটিক রিস্ট স্ট্রাপ পরব। 
  • ল্যাবে পর্যাপ্ত লাইটিং এর ব্যাবস্থা আছে কিনা দেখে নিব। 
  • বৈদ্যুতিক নিরাপত্তার দিকে খেয়াল রাখব।

অর্জিত দক্ষতাঃ CAM প্রোগ্রাম ইন্সটল করার দক্ষতা অর্জন করা ।

বাস্তব জীবনে যথাযথ প্রয়োগ সম্ভব হবে।

 

 

common.content_added_by

CAM প্রোগ্রামের ইন্টারফেস ব্যাখ্যা করার দক্ষতা অর্জন করা (জব নং ২)

182
182

পারদর্শিতার মানদন্ডঃ

১. স্বাস্থ্যবিধি মেনে ব্যক্তিগত নিরাপত্তা (পিপিই) পরিধান করা;

২. প্রয়োজন অনুযায়ী কাজের স্থান প্রস্তুত করা;

৩. কাজের প্রয়োজন অনুযায়ী সফটওয়্যার নির্বাচন ও সংগ্রহ করা;

৪. আমরা মাষ্টারক্যাম বা সলিডওয়ার্ক সফটওয়্যার নির্বাচন করি।

৫. কাজ করার নিমিত্ত কম্পিউটার অন করা;

৬. কাজ শেষে কম্পিউটার শাটডাউন করা;

৭. কাজ শেষে ল্যাব এর নিয়ম অনুযায়ী কাজের স্থান পরিষ্কার করা;

৮. অব্যবহৃত মালামাল নির্ধারিত স্থানে সংরক্ষণ করা;

৯. কাজ শেষে চেক লিষ্ট অনুযায়ী মালামাল জমাদান করা;

 

ব্যক্তিগত নিরাপত্তা সরঞ্জাম (PPE):

প্রয়োজনীয় যন্ত্রপাতি (Required Instruments):

প্রয়োজনীয় মালামাল (Required Materials):

কাজের ধাপ (Working Procedure ) :

  • প্রয়োজনীয় পিপিই নির্বাচন করে সংগ্রহ করব এবং পরিধান করবো। 
  • সঠিক নিয়মে কম্পিউটার অন করবো। 
  • মাষ্টারক্যাম সফটওয়্যার ওপেন করবো।
  • প্রয়োজন অনুযায়ী ইউজার ইন্টারফেসগুলি ব্যবহার করতে পারবো। 
  • নিম্নের চিত্র থেকে মাষ্টারক্যাম নাম গুলো আমরা জানবো । 
  • প্রতিটি টুলসের মাধ্যমে কিভাবে কাজ করা যায় তা ব্যবহার করতে পারবো
  • প্রয়োজনে কোন অবজেক্ট তৈরি করে দেখবো । 
  • কাজ শেষে কম্পিউটার বন্ধ করবো। 
  • কাজ শেষে সংগৃহীত মালামাল নির্ধারিত স্থানে জমা দিবো।

সতর্কতা (Precausion):

  • কাজের সময় মাক্স ব্যবহার করবো।
  • কাজের সময় সঠিক নিয়মে বসবো। 
  • কাজের সময় কম্পিউটার থেকে সঠিক দূরত্ব বজায় রেখে বসবো।
  • এন্টি স্টাটিক রিস্ট স্ট্রাপ পরবো।
  • ল্যাবে পর্যাপ্ত লাইটিং এর ব্যবস্থা আছে কিনা দেখে নিব। 
  • বৈদ্যুতিক নিরাপত্তার দিকে খেয়াল রাখব।

অর্জিত দক্ষতাঃ CAM প্রোগ্রামের ইন্টারফেস ব্যবহার করার দক্ষতা অর্জন করা। 

অর্জিত দক্ষতা ৰাস্তব জীবনে যথাযথ প্রয়োগ সম্ভব হবে।

 

 

common.content_added_by

CAM প্রোগ্রাম দিয়ে স্কেচ করার দক্ষতা অর্জন (জব নং ৩)

155
155

পারদর্শিতার মানদন্ড ঃ

১. স্বাস্থ্যবিধি মেনে ব্যক্তিগত নিরাপত্তা (পিপিই) পরিধান করা;

২. প্রয়োজন অনুযায়ী কাজের স্থান প্রস্তুত করা;

৩. কাজের প্রয়োজন অনুযায়ী সফটওয়্যার নির্বাচন ও সংগ্রহ করা;

৪. আমরা মাষ্টারক্যাম বা সলিডওয়ার্ক সফটওয়্যার নির্বাচন করি।

৫. কাজ করার নিমিত্ত কম্পিউটার অন করা;

৬. কাজ শেষে কম্পিউটার শাটডাউন করা;

৭. কাজ শেষে ল্যাব এর নিয়ম অনুযায়ী কাজের স্থান পরিষ্কার করা;

৮. অব্যবহৃত মালামাল নির্ধারিত স্থানে সংরক্ষণ করা;

৯. কাজ শেষে চেক লিষ্ট অনুযায়ী মালামাল জমাদান করা;

 

ব্যক্তিগত নিরাপত্তা সরঞ্জাম (PPE):

প্রয়োজনীয় যন্ত্রপাতি ( Required Instruments):

প্রয়োজনীয় মালামাল (Required Materials):

 

কাজের ধাপ (Working Procedure):

  • প্রয়োজনীয় পিপিই নির্বাচন করে সংগ্রহ করব এবং পরিধান করবো । 
  • সঠিক নিয়মে কম্পিউটার অন করবো। 
  • মাষ্টারক্যাম সফটওয়্যার ওপেন করবো। 
  • প্রয়োজন অনুযায়ী ইউজার ইন্টারফেসগুলি ঠিক করবো।
  • নিম্নের চিত্র থেকে মাষ্টারক্যাম নাম গুলো আমরা জানৰো । 
  • এরপরে প্রতিটি টুলসের ব্যবহার করে দেখবো। 
  • প্রয়োজনে কোন অবজেক্ট তৈরি করে দেখবো।
  • কাজ শেষে কম্পিউটার বন্ধ করবো। 
  • কাজ শেষে সংগৃহীত মালামাল নির্ধারিত স্থানে জমা দিবো।

সতর্কতা (Precausion) :

  • কাজের সময় মাক্স ব্যবহার করবো। 
  • কাজের সময় সঠিক নিয়মে বসবো। 
  • কাজের সময় কম্পিউটার থেকে সঠিক দুরত্ব বজায় রেখে বসবো।
  • এন্টি স্টাটিক রিস্ট স্ট্রাপ পরবো।
  • ল্যাবে পর্যাপ্ত লাইটিং এর ব্যবস্থা আছে কিনা দেখে নিব।
  • বৈদ্যুতিক নিরাপত্তার দিকে খেয়াল রাখব।

অর্জিত দক্ষতাঃ CAM প্রোগ্রাম দিয়ে স্কেচ করার দক্ষতা অর্জন করা। 

অর্জিত দক্ষতা বাস্তব জীবনে যথাযথ প্রয়োগ সম্ভব হবে।

 

 

common.content_added_by

CAM প্রোগ্রামে মেশিন টাইপ সিলেক্ট করার দক্ষতা অর্জন (জব নং ৪)

151
151

পারদর্শিতার মানদন্ড :

১. স্বাস্থবিধি মেনে ব্যক্তিগত নিরাপত্তা পোষাক (পিপিই) পরিধান করা; 

২. প্রয়োজন অনুযায়ী কাজের স্থান প্রস্তুতকরা; 

৩. কাজের প্রয়োজন অনুযায়ী টুলস, মেটেরিয়ালস ও ইকুইপমেন্ট সংগ্রহ ও প্রস্তুতকরা; 

৪ . কাজের নিমিত্তে কম্পিউটার অন করা; 

৫. কাজের শেষে যথা নিয়মে কম্পিউটার সাটডাউন করা; 

৬. কাজের স্থান ও যন্ত্রপাতি পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এবং 

৭. চেকলিষ্ট অনুযায়ী যথা স্থানে সংরক্ষন করা;

 

ব্যক্তিগত নিরাপত্তা সরঞ্জাম (PPE):

 

প্রয়োজনীয় যন্ত্রপাতি (Required Equipment) :

 

 

common.content_added_by

জি-কোড ও এম কোড ব্যবহার করার দক্ষতা অর্জন (জব নং ৫)

191
191

পারদর্শিতার মানদন্ডঃ

১. স্বাস্থ্যবিধি মেনে ব্যক্তিগত নিরাপত্তা (পিপিই) পরিধান করা;

২. প্রয়োজন অনুযায়ী কাজের স্থান প্রস্তুত করা;

৩. কাজের প্রয়োজন অনুযায়ী সফটওয়্যার নির্বাচন ও সংগ্রহ করা;

৪. আমরা মাষ্টারক্যাম বা সলিডওয়ার্ক সফটওয়্যার নির্বাচন করি ।

৫. কাজ করার নিমিত্ত কম্পিউটার অন করা;

৬. কাজ শেষে কম্পিউটার শাটডাউন করা;

৭. কাজ শেষে ল্যাব এর নিয়ম অনুযায়ী কাজের স্থান পরিষ্কার করা;

৮. অব্যবহৃত মালামাল নির্ধারিত স্থানে সংরক্ষণ করা;

৯. কাজ শেষে চেক লিষ্ট অনুযায়ী মালামাল জমাদান করা;

 

ব্যক্তিগত নিরাপত্তা সরঞ্জাম (PPE):

প্রয়োজনীয় যন্ত্রপাতি ( Required Instruments) :

প্রয়োজনীয় মালামাল (Required Materials ) :

 

কাজের ধাপ (Working Procedure):

  • প্রয়োজনীয় পিপিই নির্বাচন করে সংগ্রহ করব এবং পরিধান করবো। 
  • সঠিক নিয়মে কম্পিউটার অন করবো।
  • মাষ্টারক্যাম সফটওয়্যার ওপেন করবো। 
  • যেকোন একটি অবজেক্ট ডিজাইন করবো । 
  • নিচের ছক অনুযায়ী জি-কোড বা এম-কোড তৈরি করবো।
  • এরপরে প্রতিটি এই জি-কোড বা এম-কোডের সিমুলেশন করো। 
  • কোড ঠিকভাবে কাজ করলে সিএনসি/এনসি মেশিনে উহা লোড করো। 
  • কাজ শেষে কম্পিউটার শাটডাউন করবো।
  • কাজ শেষে সংগৃহীত মালামাল নির্ধারিত স্থানে জমা দিবো।

সতর্কতা (Precausion):

  • কাজের সময় মাক্স ব্যবহার করবো। 
  • কাজের সময় সঠিক নিয়মে বসবো। 
  • কাজের সময় কম্পিউটার থেকে সঠিক দূরত্ব বজায় রেখে বসবো।
  • এন্টি স্টাটিক রিস্ট স্ট্রাপ পরবো। 
  • ল্যাবে পর্যাপ্ত লাইটিং এর ব্যবস্থা আছে কিনা দেখে নিব। 
  • বৈদ্যুতিক নিরাপত্তার দিকে খেয়াল রাখব।

অর্জিত দক্ষতাঃ জি-কোড ও এম-কোড ব্যবহার করার দক্ষতা অর্জন হয়েছে। 

অর্জিত দক্ষতা বাস্তব জীবনে যথাযথ প্রয়োগ সম্ভব হবে।

 

 

common.content_added_by
টপ রেটেড অ্যাপ

স্যাট অ্যাকাডেমী অ্যাপ

আমাদের অল-ইন-ওয়ান মোবাইল অ্যাপের মাধ্যমে সীমাহীন শেখার সুযোগ উপভোগ করুন।

ভিডিও
লাইভ ক্লাস
এক্সাম
ডাউনলোড করুন
Promotion