অনুশীলনী

সপ্তম শ্রেণি (মাধ্যমিক) - বিজ্ঞান উদ্ভিদ ও প্রাণীর কোষীয় সংগঠন | - | NCTB BOOK
629
629

শূন্যস্থান পূরণ কর।

১. _________ টিস্যু বিভাজন অক্ষম।

২. উদ্ভিদ টিস্যু দুই ধরনের _________ টিস্যু ও ________ টিস্যু।

৩. হৃৎপেশি এক ধরনের __________ পেশি।

৪. মস্তিষ্ক অসংখ্য _________ দ্বারা গঠিত।

৫. _________ কোষের পাওয়ার হাউস বলে।

সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন

১. পেশির কাজ বর্ণনা কর।
২. আবরণী টিস্যুর বৈশিষ্ট্য লিখ।
৩. নিউক্লিয়াসের গঠন বর্ণনা কর।
৪. প্লাস্টিডের কাজ উল্লেখ কর।
৫. মাইটোকন্ড্রিয়ার গঠন বর্ণনা কর।

বহুনির্বাচনি প্রশ্ন

১. ভাজক কোষে অনুপস্থিত কোনটি?

ক. কোষপ্রাচীর
খ. নিউক্লিয়াস
গ. কোষগহ্বর
ঘ. সেলুলোজ

২. কোষগহ্বরে বিদ্যমান থাকে-
i. জৈব অ্যাসিড ও লবণ
ii. আমিষ ও শর্করা
iii. অজৈব অ্যাসিড ও জৈব এসিড
নিচের কোনটি সঠিক?

ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii

উদ্দীপকটি লক্ষ কর এবং ৩ ও ৪ নং প্রশ্নের উত্তর দাও।

৩. উদ্দীপকের A চিহ্নিত অংশটির কাজ হচ্ছে – -
i. দৃঢ়তা প্রদান করা
ii. চর্বি জমা রাখা
iii. রক্তকণিকা তৈরি করা
নিচের কোনটি সঠিক?

ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii

৪. A ও B এর বৈশিষ্ট্য হলো-
i. এরা যোজক টিস্যু
ii. এরা অক্সিজেন পরিবহন করে
iii. এদের প্রধান উপাদান ক্যালসিয়াম
নিচের কোনটি সঠিক?

ক. i
খ. iii
গ. i ও ii
ঘ. i, ii ও iii

সৃজনশীল প্রশ্ন

১.

ক. রক্ত কী?
খ. আবরণী টিস্যু বলতে কী বোঝায়?
গ. P চিত্রে অস্থির গুরুত্ব ব্যাখ্যা কর।
ঘ. P ও Q চিত্রের পেশির টিস্যুর তুলনামূলক পার্থক্য কর।

২.

ক. কোষ প্রাচীর কী?
খ. মাইটোকন্ড্রিয়াকে শক্তি ঘর বলা হয় কেন?
গ. চিত্র N মূল হওয়া সত্ত্বেও বর্ণময় কেন? ব্যাখ্যা কর।
ঘ. চিত্র M এর টবে ঢাকা উদ্ভিদটিতে ৮-১০ দিন পর যে পরিবর্তন ঘটবে তা বিশ্লেষণ কর।

নিজেরা কর
১। তোমার দেহের কোন কোন অঙ্গ ঐচ্ছিক পেশি তার একটি তালিকা তৈরি করে শ্রেণিতে উপস্থাপন কর।

common.content_added_by
টপ রেটেড অ্যাপ

স্যাট অ্যাকাডেমী অ্যাপ

আমাদের অল-ইন-ওয়ান মোবাইল অ্যাপের মাধ্যমে সীমাহীন শেখার সুযোগ উপভোগ করুন।

ভিডিও
লাইভ ক্লাস
এক্সাম
ডাউনলোড করুন
Promotion